promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ভেন্যু পরিবর্তন করতে চায় আয়ারল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২০ সালে আয়ারল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। যেখানে একটি টেস্ট খেলার কথা তামিম-মুশফিক। কিন্তু সপ্তাহখানেক আগে ক্রিকেট আয়ারল্যান্ড টেস্ট ম্যাচটির পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবিকে। ভেন্যুও পরিবর্তন করতে চায় তারা। ক্রিকেট আয়ারল্যান্ড সিরিজটি ইংল্যান্ডের মাটিতে আয়োজন করতে চায়। 


গেল সোমবার (১৬ ডিসেম্বর) একইসঙ্গে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করার ঘোষণাও দেয় ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। মূলত আর্থিক সংকটের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। যে কারণে ওয়ানডে সিরিজটি কমিয়ে নিয়ে আসা হয় তিনটিতে।



promotional_ad

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে সোমবার ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানান, টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ড অথবা অন্য কোথাও আয়োজন করার কথা ভাবছেন তারা। 


মূলত উইকেট সল্পতার কারণে ভেন্যু পরিবর্তন করতে চায় আয়ারল্যান্ড। দেশটিতে তিনটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভেন্যু রয়েছে। যেখানে ১৫টি ম্যাচ খেলার মোট উইকেট আছে। সামনে ব্যস্ত সূচি থাকায় ভেন্যু পরিবর্তন করতে চাইছে আইরিশরা।


ডিউট্রম বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু এখনও নির্ধারণ করতে পারিনি। আমরা এখনও দেখছি কোথায় যাওয়া যায় এবং মৌসুম অনুযায়ী কোনো দেশে সূচি ফাঁকা পাওয়া যায় কিনা। আমরা ইংল্যান্ডকে বিবেচনায় রেখেছি।’  



আগামী বছর মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ মে থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৬ এবং ১৯ মে অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। তবে টি-টোয়েন্টি ম্যাচের সূচি এখনও ঘোষণা করেনি ক্রিকেট আয়ারল্যান্ড। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball