ক্লাসিক্যাল লিটনকে থামালেন শহিদুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের জন্য ব্যাটিং করছে রাজশাহী রয়্যালস। প্রথমে ব্যাটিং করে রাজশাহীকে ১৪৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা।
সাজঘরে লিটনঃ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি লিটন। শহিদুল ইসলামের করা বলকে লাইনের বিরুদ্ধে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন তিনি। ৫৮ রানে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে।

আফিফের বিদায়ঃ তবে ষষ্ঠ ওভারের পর দুইজন খানিকটা ধীরগতিতে এগোচ্ছিলেন। সে সময় ইনিংসের নবম ওভারে লিটসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পরে ফেরেন আফিফ। ২২ রান আসে তার ব্যাট থেকে। আফিফ ফিরলেও ৩৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন।
আফিফ-লিটনের জুটিঃ খুলনার বিপক্ষে এই ম্যাচে রাজশাহীর একাদশে জায়গা হয়নি হজরতউল্লাহ জাজাইর। যে কারণে ওপেনিংয়ে পরিবর্তন এনে জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে রয়্যালসরা। ১৪৬ রানের লক্ষ্যে শুরুটা দারুণ করেছে রাজশাহী। দুই ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেনের ব্যাটে এগোচ্ছে ওয়াইস শাহ'র শিষ্যরা। প্রতি ওভারে ১০ রান রেটে ব্যাটিং করছিলেন দুইজন।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ১৪৫/৯ (২০ ওভার) (শামসুর ৫৫, ফ্রাইলিঙ্ক ৩৫, রুশো ৩৫; রাসেল ৪/৩৭)
রাজশাহী রয়্যালসঃ ৯৫/২ (১২ ওভার)