promotional_ad

বাংলাদেশের প্রস্তাবে রাজি নয় পিসিবি!

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সফরের সূচি চূড়ান্ত না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়া শুধু টি-টোয়েন্টি সিরিজ হোক পাকিস্তানে। টেস্ট সিরিজ ভিন্ন ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ। তবে বাংলাদেশের এমন প্রস্তাব মেনে নিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


পিসিবি জানিয়েছে, নিরপক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে না বাবর আজম-আজহার আলীরা। এমনকি বিসিবির কাছে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার কারণ জানতে চেয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। 



promotional_ad

পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘এহসান মানি বাংলাদেশের কাছে পাকিস্তান সফরে টেস্ট খেলতে না চাওয়ার যৌক্তিক কারণ জানতে চেয়েছেন। তিনি বিসিবির কাছে পরিষ্কারভাবে জানতে চেয়েছেন, কেন পাকিস্তান টেস্ট খেলার জন্য নিরাপদ নয়। কারণ হিসেবে বিসিবি যা বলেছে, সেটাকে যথেষ্ট মনে হয়নি এহসান মানির কাছে।’


কদিন আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছিলেন, এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে রাজি নয় বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি থাকলেও নিরপক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চায় বিসিবি।


নিজামউদ্দীন বলেছিলেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাই আমরা। আমদের চাওয়া টেস্ট সিরিজটি পাকিস্তান নিরপক্ষ ভেন্যুতে আয়োজন করুক। কিন্তু সেটা কোথায় করবে, এটার সিদ্ধান্ত পাকিস্তানের ওপর ছেড়ে দিয়েছি আমরা। এই মুহূর্তে আমরা লম্বা সময় পাকিস্তানে থাকতে চাই না।’
 
পাকিস্তান সিরিজের সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে জানুয়ারির শেষের দিকে মাঠে গড়াতে পারে সিরিজটি। সেটা হলে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরপরই পাকিস্তানের বিমান ধরবেন জাতীয় দলের ক্রিকেটাররা।



২১ জানুয়ারি পাকিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা করেছে বিসিবি। তবে কোচিং স্টাফদের মধ্যে কারা যাচ্ছেন, সেটা নিশ্চিত নয়। কারণ কয়েকদিন আগে জানা গেছে, পাকিস্তান সফরে যেতে রাজি নন বিদেশি কোচিং স্টাফরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball