স্টার্কের মতো প্যাটিনসনও ক্ষুধার্তঃ ল্যাঙ্গার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্ট ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন জশ হ্যাজেলউড। তাঁর বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন পিটার সিডল। যদিও বক্সিং ডে টেস্টের একাদশে জেমস প্যাটিনসনকে চান অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
ল্যাঙ্গার বলেন, 'আমি আশা করছি প্যাট ভালো বোলিং করবে। বক্সিং ডে টেস্ট ম্যাচে সে নিজের ঘরের মাঠে খেলবে। শেষ দেড় বছর আমাদের একাদশ নির্বাচন দারুণ ছিল। এবারও তাই হবে।
পার্থ টেস্টে প্যাট দ্বাদশ ব্যক্তি ছিল। ভাগ্য তাঁর সাথে ছিল না। অ্যাশেজেও সে মাত্র দুটি টেস্ট খেলেছে। মিচেল স্টার্কের মতো সেও ক্ষুধার্ত।'

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন প্যাটিনসন। এই তিন ম্যাচে ২০টি উইকেট নেন ডানহাতি এই পেসার। পার্থ টেস্ট চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন হ্যাজেলউড।
বক্সিং ডে টেস্টে হ্যাজেলউড না থাকলেও সিডনি টেস্টের আগে দলে ফিরবেন তিনি, প্রত্যাশা ল্যাঙ্গারের। তিনি বলেন, 'একজন বোলার যখন ইনজুরিতে পড়ে তখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। সিডনিতে খেলার আগে হ্যাজেলউড পুরোপুরি সুস্থ হবে বলে আশা করছি।'
প্যাটিনসন এই ম্যাচে খেললে দ্বাদশ ব্যক্তি হিসেবে থাকতে পারেন পিটার সিডল। কয়েকমাস আগে শেষ হওয়া অ্যাশেজ সিরিজে দারুণ পারফর্ম করেন সিডল।
তিন টেস্টে নয় উইকেট নেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডেও দুর্দান্ত পারফর্ম করেন সিডল। ১৯.৭৭ গড়ে ১৮ উইকেট নেন ডানহাতি এই পেসার।
২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।