হঠাৎ অধিনায়ক পরিবর্তন রংপুরের!

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে রংপুর রেঞ্জার্স। এই ম্যাচে অধিনায়ক বদলে ফেলাসহ চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল দলটি।
মোহাম্মদ নবির কাছ থেকে অধিনায়কত্ব সরিয়ে নেতৃত্ব ভার দেয়া হয় ইংলিশ ক্রিকেটার টম অ্যাবলকে। ম্যাচ শেষে রংপুরের স্পিনার সঞ্জিত সাহা জানিয়েছেন, তাঁরা আগে জানতেন না অধিনায়ক পরিবর্তন হচ্ছে। তাঁরা ম্যাচের দিনই জানতে পেরেছেন নবির পরিবর্তে অধিনায়কত্ব করবেন অ্যাবল।

সঞ্জিত বলেন, 'এটা ম্যানেজমেন্টের বিষয়। আমরা আজকেই জেনেছি ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। ক্যাপ্টেন চেঞ্জ একটা পার্ট। আমরা সবাই শুরু থেকেই খুব এক্সাইটেড ছিলাম। আমাদের জিততে হতো ম্যাচটা। সবাই ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছে। আমরা ভালো করেছি সবাই।'
টুর্নামেন্টের মাঝ পথে প্রথম জয়ের দেখা পাওয়া রংপুর আসরে বাকি ম্যাচগুলোতেও জয় তুলে নিয়ে প্লে অফে খেলতে চায়। সঞ্জিত আশাবাদী তাদের দল এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে।
এই অফ স্পিনারের ভাষ্যমতে, 'ড্রেসিংরুমের অবস্থা অবশ্যই ভালো। আমরা প্রথম ম্যাচ জিতেছি। এটা খুব ভালো স্টার্ট। আশা করছি এটা বজায় রাখতে পারবো আমরা। আমরা সবাই খুব এক্সাইটেড।'