promotional_ad

ফ্লেচার-চার্লসে প্রথম জয় পেল সিলেট

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৮০ রানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট থান্ডার। অপরদিকে আসরে এটা খুলনার প্রথম হার।


টস হেরে আগে ব্যাটিং করে পাঁচ উইকেটে ২৩২ রান করে সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওপেনার আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরি এবং জনসন চার্লসের ৯০ রানের বিধ্বংসী দুটি ইনিংসে এই সংগ্রহ পায় সিলেট। জবাবে ১৮.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় খুলনা।


পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ফিরে যান খুলনার আফগান রিক্রুট রহমানুল্লাহ গুরবাজ (০)। মনির হোসেনের বলে ফিরে যান তিনি। এরপর রান তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাইলি রুশো।


আসরে দুর্দান্ত ফর্মে থাকা রুশো এবং খুলনার হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা সাইফ হাসান দলের রান বাড়াতে থাকেন। দুজন মিলে দলের রানের খাতায় যোগ করেন ৭৪ রান। ২০ বলে ২০ রান করে রানআউট হয়ে ফিরে যান সাইফ।


এরপর দশম ওভারের প্রথম বলে ফিরে যান রুশো। চারটি চার ও সমান ছক্কায় ৩২ বলে ৫২ রান করে নাভিন উল হকের শিকারে পরিণত হন তিনি। এরপর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম এবং শামসুর রহমান।



promotional_ad

বেশিদূর যেতে পারেননি শামসুর। মাত্র সাত রানে মনির হোসেনের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। দলীয় ১০০ রানে ফিরে যান মুশফিকও। এবাদত হোসেনের বলে সোহাগ গাজীকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।


শেষদিকে ছয়টি চার ও দুটি ছক্কায় ২০ বলে ৪৪ রান করেন রবি ফ্লাইলিঙ্ক। তাতে কেবল পরাজয়ের ব্যবধান কমা পেরেছে খুলনা।


এর আগে সিলেটের ইনিংসে প্রথম ওভারে ফিরে যান সিলেটের ওপেনার আব্দুল মজিদ (২)। ফ্রাইলিঙ্কের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। তারপর আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন ফ্লেচার এবং চার্লস।


প্রথমে চার্লস মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরির দেখা পান। পরে সমান বলে হাফ সেঞ্চুরি পান ফ্লেচারও। এই দুজনের তাণ্ডবে নবম ওভারের প্রথম বলে দলীয় শতকের দেখা মেলে সিলেটের। আক্রমণাত্মক ক্রিকেটে শত রানের জুটিও গড়েন দুজন।


দুজনের ১৫০ রানের জুটি ভাঙেন শহিদুল ইসলাম। শহিদুলের বলে লেগ বিফোর উইকেট হওয়ার আগে ৩৮ বলে ৯০ রান করেন চার্লস। ইনিংসে ছিল ১১টি চার ও পাঁচটি ছক্কার মার।


চার্লস বিদায় নেয়ার পর দ্রুত বিদায় নেন মোহাম্মদ মিঠুন (৩)। ফ্রাইলিঙ্কের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তারপরেও তাণ্ডব চালিয়ে যান ফ্লেচার। তাঁকে সঙ্গ দিতে আসা মোসাদ্দেক করেন ১১ বলে ১১ রান।



রবিউল হকের বলে রাইলি রুশোর এক হাতে লুফে নেয়া দুর্দান্ত ক্যাচে ফিরে যান সিলেটের অধিনায়ক। ইনিংসের ১৯তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ফ্লেচার।


শেষ পর্যন্ত ৫৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন ফ্লেচার। ইনিংসে ছিল ১১টি চার ও পাঁচটি ছক্কার মার।


সিলেটের করা ২৩২ রান বিপিএল ইতিহাসের চতুর্থ দলীয় সর্বোচ্চ সংগ্রহ। একইসঙ্গে চলতি আসরে এটা দ্বিতীয় দলীয় সর্বোচ্চ সংগ্রহ।


সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ২৩২/৫ (২০ ওভার)
(ফ্লেচার ১০৩*, চার্লস ৯০; ফ্রাইলিঙ্ক ২/৩৭)
খুলনা টাইগার্সঃ ১৫২/১০ (১৮.৩ ওভার)
(রুশো ৫২, ফ্রাইলিঙ্ক ৪৪; সান্টোকি ৩/৩৭)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball