এমন উইকেটই চান ইমরুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রান বন্যা চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। শুক্রবার বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলে এমন ব্যাটিং বান্ধব উইকেটে খেলা হওয়ায় দারুণ আনন্দিত দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস।
সাধারণত এমন ব্যাটিং বান্ধব উইকেটে খেলার সুযোগ হয়না বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের। এবার সেই সুযোগ হওয়ায় সবাই বড় ইনিংস খেলার চেষ্টা করছে বলে মনে করেন চট্টগ্রাম অধিনায়ক। তিনি নিজেও সেই চেষ্টা করছেন।

বঙ্গবন্ধু বিপিএলে ৬ ম্যাচে ২২৫ রান করা ইমরুল বলেছেন, 'এরকম উইকেটে ব্যাটিং করতে ভালো লাগে। আমরা সাধারণত ডমেস্টিকে এমন ভালো উইকেট পাই না। লাস্ট বিপিএলগুলোতে এম্ন উইকেট হয়নি। এবার উইকেটগুলো ভালো হচ্ছে। তাই ব্যাটসম্যানরা যখন সেট হয়ে যাচ্ছে বড় ইনিংস খেলার চেষ্টা করছে। আমারও শুরুটা ভালো হয়েছে। আমিও চেষ্টা করছি কনফিডেন্স ধরে রাখার এবং ম্যাচ বাই ম্যাচ ভালো করার।'
দুদিন আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২২১ রানের রেকর্ড সংগ্রহ গড়েছিল। জবাবে ২১৫ রান করেছিল ঢাকা প্লাটুন। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতে আবারও আরেকটি রান বন্যার ম্যাচ দেখল চট্টগ্রামের দর্শকরা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচে মোট ৪৬০ রান হয়েছে। আগে ব্যাট করে ২৩৮ রান করেছিল চট্টগ্রাম। জবাবে ২২২ রানে থেমেছে কুমিল্লার ইনিংস।