promotional_ad

বোলারদের প্রশংসায় মুশফিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সকে পাত্তাই দেয়নি খুলনা টাইগার্স। ব্যাটিং-বোলিং দুই বিভাগে সেরা পারফর্ম করে সহজ জয় তুলে নেয় মুশফিক বাহিনী। এই জয়ে তিন ম্যাচের ৩টিতেই জিতলো খুলনা।


ম্যাচ জয়ের পেছনে বোলারদের ভূমিকাকে প্রাধান্য দিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। বিশেষ করে শফিউল ইসলামকে প্রশংসায় ভাসিয়েছেন দেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার। 



promotional_ad

৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন শফিউল। এছাড়া মোহাম্মদ আমির শুরুর দিকে খুলনার জন্য ভিত গড়ে দেন বলে জানান মুশফিক। সঙ্গে মেহেদি হাসান মিরাজ, রবিউল হক এবং শহিদুল ইসলামরাও ভূমিকা রাখেন।


ম্যাচ শেষে মুশফিক বোলারদের প্রশংসা করে বলেন, `উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমি জানি না কি হয়েছে। বোলাররা অনেক ভালো করেছে। আমির শুরুর দিকে ভিত গড়ে দিয়েছে এবং শফিউল অনেক ভালো বোলিং করেছে। বোলারদেরকে কৃতিত্ব দিতেই হয়।'  


এদিকে ম্যাচ সেরা হওয়ার পর শফিউল ইসলাম জানান, পরিকল্পনা মোতাবেক বোলিং করে সফল হয়েছেন তিনি। সেই সঙ্গে দলের সবাই তাকে আত্মবিশ্বাস দিয়েছে। যা বোলিংয়ে কাজে দিয়েছে তার জন্য।



শফিউল বলেন, `আমি দলের পরিকল্পনা মোতাবেক বোলিং করার চেষ্টা করেছি। স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করাই লক্ষ্য ছিল। আত্মবিশ্বাসী থাকলে এমন উইকেটে সবার জন্য ভালো। নিজের ওপর বিশ্বাস ছিল যে করতে পারবো। সবাই অনেক সাপোর্ট দিয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball