আবারো আইপিএল খেলবো, কল্পনাও করিনিঃ প্রবীন তাম্বে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বড় অংকের অর্থ দিয়ে প্যাট কামিন্স-গ্লেন ম্যাক্সওয়েলদের দলে ভেড়াতে লড়াই চালাচ্ছিলো ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু নিলামের একদম শেষভাগে এসে সবার আলোচনার বিষয় হয়ে ওঠেন প্রবীন তাম্বে।
৪৮ বছর বয়সী এই লেগ স্পিনারকে ২০ লক্ষ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে 'বুড়ো' এই খেলোয়াড়কে দলে ভেড়ানোর পেছনে আগ্রহ দেখান কলকাতার প্রধাণ কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
২০১৬ আইপিএলে গুজরাট লায়ন্সে তাম্বের সতীর্থ ছিলেন ম্যাককালাম। সেখানে এই লেগ স্পিনারকে খুব কাছ থেকে দেখেছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। যদিও সেই মৌসুমের পর আর আইপিএলে সুযোগ পাননি তাম্বে। তবে এবারের নিলামে নিজের নাম নিবন্ধন করিয়েছিলেন ৪৮ বছর বয়সী এই ক্রিকেটার।

নিবন্ধন করালেও তাম্বে ভাবেননি তাকে কেউ দলে নেবে। ভাগ্যের উপর ভরসা রেখে আইপিএলে নিবন্ধন করিয়েছিলেন এই লেগ স্পিনার। তবে কলকাতায় সুযোগ পেয়ে দলের জন্য অবদান রাখতে চান ৪৮ বছর বয়সী তাম্বে।
তাম্বে বলেন, `আমি কল্পনাও করিনি আবারো আইপিএলে খেলার। আমাকে কেউ নেবে সেটাও ভাবনার বাইরে ছিলো। ভাগ্যের ওপর বিশ্বাস রেখে নিজের নাম নিবন্ধন করেছিলাম। অবাক হয়েছি দেখে যে কলকাতা আমাকে দলে টেনেছে। আশা করছি কলকাতার হয়ে অবদান রাখতে পারবো এবং তাদের কয়েকটি ম্যাচ জেতাতে অবদান রাখতে পারবো।'
২০১৪ আইপিএলে কলকাতার বিপক্ষে রাজস্থান রয়্যালসের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন তাম্বে। সেই মৌসুমে রাজস্থানের সবচেয়ে সফল বোলার ছিলেন এই লেগ স্পিনার। ৭.২৬ ইকোনমি রেটে নেন ১৫ উইকেট।
পাঁচ আসর পূর্বে নিজের হ্যাটট্রিকের স্মৃতিচারণ করতে গিয়ে তাম্বে বলেন, `খুবই অসাধারণ একটি মুহূর্ত ছিল আমার জন্য। সেবার হ্যাটট্রিকের পাশাপাশি দলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলাম।`
`কিন্তু দুর্ভাগ্য যে আমরা প্লে-অফে জেতে পারিনি। রান রেটে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পিছিয়ে ছিলাম আমরা। কিন্তু এবার কলকাতার হয়ে প্লে-অফ খেলতে চাই। আশা করছি দলকে শেষ চারে দেখবো এবং অবদান রাখতে পারবো।'
এখন পর্যন্ত আইপিএলে ৩৩টি ম্যাচ খেলেছেন তাম্বে। রাজস্থান রয়্যালস এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন আইপিএলে। খেলোয়াড় জীবনের পাশাপাশি মুম্বাইয়ে ডওয়াই পাটিল একাডেমিতে ক্রীড়া শিক্ষক হিসেবে কাজ করেন তাম্বে।