promotional_ad

আইপিএল নিলামে অজিদের জয়জয়কার, সবচেয়ে দামি কামিন্স

ছবি - সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলাম। এই নিলামের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বড় অংকের অর্থ দিয়ে অজি ক্রিকেটারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে সর্বোচ্চ সাড়ে ১৫ কোটি রুপিতে পেসার প্যাট্রিক কামিন্সকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।


কলকাতায় অনুষ্ঠিত এই নিলামে দল পেয়েছেন ৬২টি জন ক্রিকেটার। যার মধ্যে ২৯জন বিদেশি ক্রিকেটার। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি মোট ৮জন করে বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে। ২৫ জনের স্কোয়াডের কোটা পূরণ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। সবচেয়ে কম ২১জন খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 


অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলকে ১০.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লী ক্যাপিটাল। সাড়ে আট কোট কোটি রুপিতে ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলকে দলে টেনেছে পাঞ্জাব। 


অস্ট্রেলিয়ার আরেক পেসার নাথান কল্টার নাইলকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যারিবিয়ান হার্ড হিটার শিমরন হেটমায়ারকে পৌনে আট কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। ভারতের লেগ স্পিনার পিযুষ চাউলাকে দলে নিতে চেন্নাই খরচ করেছে পৌনে সাত কোটি রুপি। 


ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারানকে সাড়ে পাঁচ কোটি রুপিতে দলে টেনেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই। এ ছাড়া ২ কোটি রুপিতে আরেক অজি পেসার জশ হ্যাজেলউডকে কিনে নেয় চেন্নাই।


বিদেশি ক্রিকেটারদের ওপর বাড়তি নজর ছিল দিল্লির। মার্কাস স্টয়নিস (৪ কোটি ৮০ লাখ), অ্যালেক্স ক্যারি (২ কোটি ৪০ লাখ), জেসন রয় (দেড় কোটি) এবং ক্রিস ওকসকে (দেড় কোটি) রুপিতে দলে নিয়েছে ক্যাপিটালসরা। ক্রিস জর্ডান (৩ কো??ি) এবং জিমি নিশামকে (৫০ লক্ষ) দলে টেনেছে পাঞ্জাব।


ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে দলে নিতে কলকাতা খরচ করেছে ৫ কোটি ২৫ লাখ। ১ কোটি রুপিতে টম ব্যান্টনকেও পেয়েছে দলটি। ২ কোটি রুপিতে ক্রিস লিনকে সবার আগে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। 


নিলামে বিদেশিদের পেছনে সবচেয়ে কম অর্থ খরচ করেছে রাজস্থান রয়্যালস। অস্ট্রেলিয়ার আন্ড্রু টাই (১ কোটি), ডেভিড মিলার (৭৫ লাখ), টম কারান (১ কোটি) এবং ওশানে থমাসকে (৫০ লাখ) দলে নেয় প্রথম আইপিএলের চ্যাম্পিয়নরা।


অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ), কেন রিচার্ডসন (৪ কোটি) এবং ডেল স্টেইনকে (২ কোটি) দলে ভিড়িয়েছে বিরাট কোহলির রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু। মিচেল মার্শ (২ কোটি), ফ্যাবিয়ান অ্যালেনকে (৫০ লাখ) দলে নিয়ে সন্তুষ্ট সানরাইজার্স হায়দরাবাদ।


 


নিলাম থেকে দলে ভেড়ানো ক্রিকেটারদের তালিকাঃ


চেন্নাই সুপার কিংস- 


স্যাম কারান (৫ কোটি ৫০ লাখ), পিযুষ চাওলা (৬ কোটি ৭৫ লাখ), জশ হ্যালেজউড (২ কোটি), শাই কিশোর (২০ লাখ)।



promotional_ad

দিল্লি ক্যাপিটালস-  


জেসন রয় (দেড় কোটি), ক্রিস ওকস (দেড় কোটি), অ্যালেক্স ক্যারি (২ কোটি ৪০ লাখ), শিমরন হেটমায়ার (৭ কোটি ৭৫ লাখ),(মার্কাস স্টয়নিস ৪ কোটি ৮০ লাখ), মোহিত শর্মা (৫০ লাখ), তুষার দেশপান্ডে (২০ লাখ), লালিথ যাদব (২০ লাখ)।


কিংস ইলেভেন পাঞ্জাব-


গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ), শেলডন কট্রেল (৮ কোটি), দিপক হুদা (৫০ লাখ), রভি বিশ্নই (২ কোটি), ইশান পোরেল (২০ লাখ), জিমি নিশাম (৫০ লখি), ক্রিস জর্ডান (৩ কোটি), সিমরান সিং (৫৫ লখি), তাজিন্ডার ঢিলন (২০ লাখ)। 


কলকাতা নাইট রাইডার্স- 


ইয়ন মরগান (৫ কোটি ২৫ লাখ), প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ), বরুন চক্রবর্তী (৪ কোটি), রাহুল ত্রিপাথি (৬০লাখ), এম সিদ্ধার্থ (২০ লাখ), টম ব্যান্টন (১ কোটি), ক্রিস গ্রিন (২০ লাখ), নিখিল নায়েক (২০ লাখ), প্রবীণ তাম্বে (২০ লাখ)।


মুম্বাই ইন্ডিয়ান্স-


ক্রস লিন (২ কোটি), নাথান কল্টারনাইল (৮ কোটি), সৌরভ তিওয়রি (৫০ লাখ), দিকবিজয় দেশমুখ (২০ লাখ), বলওয়ান্ত রায় (২০ লাখ), মোহসিন খান (২০ লাখ)।


রাজস্থান রয়্যালস-


রবিন উথাপ্পা (৩ কোটি), জয়দেব উনাদকাট (৩ কোটি), ইয়াশভি জেসওয়াল (২ কোটি ৪০ লাখ), কার্তিক তেয়াগি (১ কোটি ৩০ লাখ), অনুজ রাওয়াত (৮০ লাখ), আকাশ সিং (২০ লাখ), ডেভিড মিলার (৭৫ লাখ), টম কারান (১ কোটি), আন্ড্রু টাই (১ কোটি), ওশান থমাস (৫০ লাখ), অশক জোশি (২০ লাখ), আকাশ যোশি (২০ লাখ)।   


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- 


অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ), ক্রিস মরিস (১০ কোটি), কেন রিচার্ডসন (৪ কোটি), ডেল স্টেইন (২ কোটি), ইসুরু উদানা (৫০ লাখ), শাবাদ আহমেদ (২০ লাখ), জশুয়া ফিলিপ (২০ লাখ), পবন দেশপান্ডে (২০ লাখ)। 


সানরাইজার্স হায়দরাবাদ-


প্রিয়াম গার্গ (১ কোটি ৯০ লাখ), বিরাট সিং (১ কোটি ৯০ লাখ), মিচেল মার্শ (২ কোটি), ফ্যাবিয়ান অ্যালেন (৫০ লাখ), সন্দ্বীপ বাভানাকা (২০ লাখ), সনজয় যাদব (২০ লাখ), আব্দুল সামাদ (২০ লাখ)। 



চেন্নাই সুপার কিংস-



নিলামের আগে- আম্বাতি রাইডু, আসিফ কেএম, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসি, হরভজন সিং, ইমরান তাহির, জগদিশান নারায়ন, কারান শর্মা, কেদার জাদব, লুঙ্গি এনগিডি, মিচেল স্যান্টনার, মোনু সিং, মহেন্দ্র সিং ধোনি, মুরালি বিজয়, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গাইকোয়াড, শেন ওয়াটসন, শারদুল ঠাকুর ও সুরেশ রায়না।


দিল্লি ক্যাপিটালস –
নিলামের আগে- অজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, অক্ষর প্যাটেল, হারশাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, কিমো পল, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পান্ত, সন্দ্বীপ লামিচানে, শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ার।


কিংস ইলেভেন পাঞ্জাব-



নিলামের আগে- আর্শদ্বীপ সিং, ক্রিস গেইল, দর্শন নালকান্ডে, কৃষ্ণাপ্পা গৌতম, হারদুস ভিজলিওন, হারপ্রীত ব্রার, জগদীশা সুচিত, করুন নায়ার, লোকেশ রাহুল, মনদ্বীপ সিং, মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ শামি, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, নিকোলাস পুরান ও সরফরাজ খান।


কলকাতা নাইট রাইডার্স-



নিলামের আগে- আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, হ্যারি গার্নি, কমলেশ নাগারকোটি, কুলদ্বীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রদীশ কৃষ্ণা, রিংকু সিং, সন্দ্বীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুবমান গিল, সিদ্ধেশ লাড ও সুনীল নারাইন।


মুম্বাই ইন্ডিয়ান্স-



নিলামের আগে- আদিত্য তারে, অমলপ্রিত সিং, অনুকুল রয়, ধাওয়াল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, ইশান কিষান, জাসপ্রীত বুমরাহ, জয়ন্ত ইয়াদব, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকলেনাঘান, কুইন্টন ডি কক, রাহুল চাহার, রোহিত শর্মা, শেরফানে রাদারফোর্ড, সুরিয়া কুমার যাদব ও ট্রেন্ট বোল্ট।


রাজস্থান রয়্যালস-

নিলামের আগে- অঙ্কিত সিং রাজপুত, বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, মহিপাল লমরোর, মানান বোহরা, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, সাঞ্জু স্যামসন, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, স্টিভ স্মিথ ও বরুন অরুণ।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-

নিলামের আগে- এবি ডি ভিলিয়ার্স, দেবদূত পাডিক্কাল, গুরকিরাত সিং, মইন আলী, মোহাম্মদ সিরাজ, নভদ্বীপ সাইনি, পার্থিব প্যাটেল, পাওয়ান নেগি, শিভাম দুবে, উমেশ যাদব, বিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল।
 


সানরাইজার্স হায়দরাবাদ-



নিলামের আগে- অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, মোহাম্মদ নবি, রশিদ খান, সন্দ্বীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাটস গোস্বামী, সিদ্ধার্থ কল, সৈয়দ খলিল আহমেদ, নটরঞ্জন, বিজয় শঙ্কর ও ঋদ্ধিমান সাহা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball