promotional_ad

ম্যাক্সওয়েলকে দলে নেয়ার যুদ্ধে জয়ী পাঞ্জাব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলকাতায় শুরু হয়েছে ২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ শুরু হয় এই নিলাম। নিলামে অংশ নিতে ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজির মালিক ও কর্তারা।


অনুষ্ঠিত এই নিলাম থেকে ক্রিস লিনকে ২ কোটি রুপিতে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইয়ন মরগানকে ৫.২৫ কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া অ্যারন ফিঞ্চকে ৪.৪০ কোটি রুপিতে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 



promotional_ad

ভারতের রবিন উথাপ্পাকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস আর ১.৫০ কোটি রুপিতে দিল্লীতে গেছেন জেসন রয় এবং ক্রিস ওকস। তবে সবচেয়ে বেশি ১০.৭৫ কোটি রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে টেনে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাকওয়েলকে নিয়ে দিল্লীর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে প্রতি জিনতার দলকে।


আইপিএলে অংশ নেয়া আট দলে ৭৩ খেলোয়াড়ের শূন্য স্থান পড়ে আছে। এসব পূরণে লড়বেন ৩৩২ ক্রিকেটার। এরই মধ্যে নিলামের জন্য তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।


যার মধ্যে ভারতের ১৮৬ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ২৩ জন, ইংল্যান্ডের ২২ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৯ জন, নিউজিল্যান্ডের ১৮ জন, শ্রীলংকার ১৪ জন, আফগানিস্তানের ৭ জন এবং বাংলাদেশের ৫ জন ক্রিকেটার রয়েছেন।



এ নিলামে উঠতে যাওয়া ৫ টাইগার ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।


২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। খরচ বাঁচাতে এবার ছেঁটে ফেলা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। নতুন বছরের তুমুল ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যেতে পারে ৯ দলের লড়াই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball