promotional_ad

আইপিএলে মুশফিকের প্রতি আগ্রহ থাকতে পারে যাদের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের কলকাতায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে ভারতীয় ও অভারতীয় ৩৩২ জন ক্রিকেটারকে তোলা হবে, যার মধ্যে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিলামে মুশফিককে চেয়েছে আইপিএলের কোনও একটি ফ্র্যাঞ্চাইজি, যার কারণে নাম উঠেছে তাঁর। মুশফিকের প্রতি কোন কোন ফ্র্যাঞ্চাইজির আগ্রহ জন্মাতে পারে তা নিয়েই এই প্রতিবেদন।


মুশফিকুর রহিম মূলত ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। নিজেকে পুরদস্তুর ফিনিশার হিসেবে প্রমাণ করতে না পারলেও মিডল অর্ডারে তিনিই যে যেকোনো দলের অন্যতম ভরসা হয়ে উঠবেন- এমনটা বলার অপেক্ষা রাখে না।


মুশফিককে প্রয়োজন হতে পারে দিল্লী ক্যাপিটালসের। আইপিএলের এই দলটিতে আছেন শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, পৃথ্বী শ্ব, শ্রেয়াশ আইয়ার ও ঋষভ পান্তের মতো ভারতের প্রতিষ্ঠিত ও উদীয়মান তারকা ব্যাটসম্যানরা।


দলটির ওপেনিং এবং মিডল অর্ডার যথেষ্ট সমৃদ্ধশালি হলেও মুশফিকের ওপর নজর রাখতে পারে দলটি। কেননা এই দলে একমাত্র কিপার হিশেবে আছেন পান্ত। ফ্র্যাঞ্চাইজিটি স্কোয়াডে ভেড়াতে পারবে আরও পাঁচ বিদেশি ক্রিকেটারকে।


সেক্ষেত্রে বদলি উইকেটরক্ষক হিসেবে মুশফিকের দিকে নজর দিতেই পারে দিল্লী। তুলনামূলক কম দামেই তারা পেতে পারে মুশফিককে। অবশ্য শ্রীলঙ্কার কুশল পেরেরা বা দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্ল্যাসেনকেও চাইলে দলে ভেড়াতে পারে দিল্লী। অথবা নামান ওঝা, ভিস্নু বিনোদের মতো দেশি উইকেটরক্ষকদের প্রতি ভরসা করতে পারে দলটি।



promotional_ad

মুশফিককে প্রয়োজন হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরও। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিতে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সরা থাকলেও দলটিতে নেই উপযুক্ত মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ফিনিশার।


সেক্ষেত্রে মিডল অর্ডার থেকে ফিনিশিং সামলানোর জন্য মুশফিকের দিকে নজর দিতে পারে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। এই তালিকায় গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, ইয়ন মরগান বা ডেভিড মিলারদের দিকেও চোখ রাখতে পারে ব্যাঙ্গালুরু।


যদিও এই চারজনের কেউই আইপিএলের কোনও আসরে একটানা ভালো খেলেননি বা একাদশে সুযোগ পাননি। ব্যাঙ্গালুরু স্কোয়াডে ছয়জন অভারতীয় বা বিদেশি ক্রিকেটার নিতে পারবে। এক্ষেত্রে মুশফিককেও চাইলে দলে ভেড়াতে পারে তারা।


আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবও নজর রাখতে পারে মুশফিকের প্রতি। পাঞ্জাব স্কোয়াডে ভেড়াতে পারবে চার অভারতীয় বা বিদেশি ক্রিকেটার।


দলটির টপ অর্ডারে ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়াররা আছেন। নিকোলাস পুরান বা সরফরাজ খানদের মতো ফিনিশারও আছেন।


শক্ত একাদশ গড়তে তাদের মূলত পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন। তারপরও স্কোয়াডের বদলি উইকেটরক্ষক বা বদলি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে মুশফিকের নাম বিবেচনা করতে পারেন তারা। একইসাথে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে গেলে ইয়ন মরগান, অ্যারন ফিঞ্চ বা ক্রিস লিনদেরও বিবেচনা করতে পারেন তারা। 



রবিন উথাপ্পাকে ছেড়ে দেয়ায় কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারে কিছুটা ফাটল ধরেছে। দলটিতে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল বা অধিনায়ক দীনেশ কার্তিকের মতো ফিনিশার থাকলেও পুরো আসর ভরসা করার মতো মিডল অর্ডার ব্যাটসম্যান নেই।


এক্ষেত্রে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানদের দিকে নজর রাখতে পারে কলকাতা। একইসঙ্গে মুশফিকের প্রতিও নজর থাকতে পারে তাদের। কলকাতা স্কোয়াডে চার বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে পারবে।


আইপিএলের নিলামগুলোতে সাধারণত অনেক পরিকল্পনা করে মাঠে নামে ফ্র্যাঞ্চাইজিগুলো। কোনো ক্রিকেটারকে তারা কেন দলে নেবেন বা কয় বছর ধরে তাঁকে নিয়ে পরিকল্পনা করবেন বা উপমহাদেশে সেই ক্রিকেটার কেমন খেলবেন- এরকম অনেক পরিকল্পনা থাকে তাদের।


আশা অনুযায়ী কোনো ক্রিকেটারকে দলে না পেলে বদলি পরিকল্পনায় যেতে হয় তাদের। সবমিলিয়ে মাঠের ক্রিকেটের আগে রোমাঞ্চ ছড়ায় নিলামগুলোও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball