গতি নয়, লাইন-লেংথে মনোযোগ ছিল মুগ্ধর

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে ছিলেন ঢাকা প্লাটুনের নেট বোলার। তবে চট্টগ্রাম পর্বে কপাল খুলে দিয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধর। ড্রাফটের বাইরে থেকে তাকে দলে ভেড়ায় রংপুর রেঞ্জার্স।
মঙ্গলবার রংপুরের স্কোয়াডে যোগ দেয়ার পর বুধবার অভিষেক হয় মুগ্ধর। আর নিজের অভিষেক ম্যাচে নজরে এসেছেন ডানহাতি এই পেসার। ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

১৯ বছর বয়সী এই পেসার নিজের অভিষেক ম্যাচের দিন এসেছেন সংবাদ সম্মেলনে। জানিয়েছেন, গতি নয়, লাইন-লেংথে বাড়তি মনোযোগ ছিল তার। সেই সঙ্গে অভিষেক ম্যাচ হওয়ায় খানিকটা ভয় কাজ করছিল মুগ্ধর।
মুগ্ধ বলেন, 'সত্যি বলতে গতির দিকে আজ খুব একটা নজর দেইনি, প্রথমবার বলে লাইন লেংথ ঠিক রাখার চেষ্টা করছি। গতি বলতে প্রথম ম্যাচ তাই ভয়ে ছিলাম বলে খুব বেশি দিতে পারিনি। পরেরবার হয়তো আরও বেশি দিতে পারব।'
রংপুরের ছেলে মুগ্ধ কিছুদিন ঢাকা প্লাটুনের নেটে বোলিং করেছেন। সম্ভাবনাময় এ পেসার দীর্ঘদিন লড়েছেন চোটের সঙ্গে। জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরেন। তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নেন ৯ উইকেট।
কুমিল্লার বিপক্ষে আসরে টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে রংপুর। তবে এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে বলে মনে করছেন মুগ্ধ। তিনি আরও যোগ করেন, 'ম্যাচ হেরেছি, এখন এটা হারা জেতারই খেলা। একদিন ভালো করে হারছে আরেকদিন খারাপ করে হারছে। পরের ম্যাচ জিততে চাইবো।'