শেহজাদের ঝড়ো ইনিংসে রংপুরের চ্যালেঞ্জিং সংগ্রহ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের প্রথম ম্যাচে মোহাম্মদ শেহজাদের ঝড়ো হাফ সেঞ্চুরির সুবাদে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে আট উইকেটে ১৮১ রান চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে রংপুর রেঞ্জার্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রংপুরের আফগান রিক্রুট আহমেদ শেহজাদ। আরেক ওপেনার নাঈম শেখ (৮) অবশ্য ভালো করতে পারেননি। তাঁকে রানআউট করেছেন সাব্বির রহমান।

এরপর নবম ওভারের প্রথম বলে সানজামুল ইসলামের বলে কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকাকে ক্যাচ দিয়ে ফিরে যান শেহজাদ। যাওয়ার আগে করেন সাতটি চার ও চারটি ছক্কায় ২৭ বলে ৬১ রান।
চার নম্বরে নামা আল আমিন জুনিয়র (১) সুবিধা করতে পারেননি। তাঁকে রানআউটের ফাঁদে ফেলেন আবু হায়দার রনি। তারপর বোলিং আক্রমণে এসে প্রথম বলেই উইকেট নিয়েছেন সৌম্য সরকার। ২৫ বলে ২৫ রান করা টম অ্যাবলকে আল আমিন হোসেনের ক্যাচ বানিয়ে ফেরান তিনি।
এ দিন দেখেশুনে খেলছিলেন রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবি। ২০ বলে ২৬ রান করা নবিকে ফেরান কুমিল্লার আফগান রিক্রুট মুজিব উর রহমান। তারপর ফিরে যান লুইস গ্রেগরি। ১২ বলে ২১ রান করে আল আমিনের শিকারে পরিণত হন তিনি।
শেষদিকে নাদিফ চৌধুরীর ১১ বলে ১৫ ও আরাফাত সানির ১০ বলে ১৫* রানের সুবাদে এমন বিশাল সংগ্রহে পৌঁছায় রংপুর। কুমিল্লার হয়ে ২৫ রান খরচায় দুই উইকেট নেন মুজিব উর রহমান। একটি করে উইকেট নেন সানজামুল, আল আমিন ও সৌম্য।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ১৮১/৮ (২০ ওভার)
(শেহজাদ ৬১, নবি ২৬, অ্যাবল ২৫; মুজিব ২/২৫)