মুশফিককে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ দলের কোচ
ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাজশাহী রয়্যালসের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ের নায়ক মুশফিকুর রহিম। ৫১ বলে ৯৬ রানের ধুন্ধুমার ইনিংস খেলে দলকে টুর্নামেন্টের দ্বিতীয় জয় এনে দেন দিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এটা মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস।
স্কোরকার্ডে ১৮৯ রানের পুঁজি তুলেও হার নিয়ে মাঠে ছাড়তে হয়েছে রাজশাহীকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাজশাহীর কোচ ওয়াইস শাহ জানিয়েছেন, মুশফিকের ইনিংসের কাছে হেরে গেছে তাঁর দল। স্কোরকার্ডে আরও ১৫-২০ রান বেশি হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো বলে মনে করছেন এই ইংলিশম্যান।

ওয়াইস শাহ বলেন, ‘ক্রিকেটের যেকোনো ম্যাচ হারলে তো খারাপ লাগেই। সেটা বড় স্কোর করে হোক বা অল্প রানের ম্যাচ হোক। সব সময়ই চেষ্টা থাকে জেতার। আমার মনে হয় আরও কিছু রান দরকার ছিল। মনে হয় ১৫-২০ রান কম হয়ে গিয়েছিলো। পরিসংখ্যান বলছে এই মাঠে সহজেই রান তাড়া করা যায়। আমরা এটার সম্পর্কে অবগত ছিলাম। ২০০-২১০ হলে ভিন্ন ফল হতে পারতো।’
‘মুশফিক অসাধারণ ক্রিকেট খেলেছে। দারুণ ব্যাটিং করেছে। খুব গোছানো ইনিংস ছিল। কোথাও ভড়কে যায়নি। রুশোর সঙ্গে ভালো জুটি গড়েছে। রুশো ফিরে গেলেও সে খেলে গেছে। প্রতিপক্ষ ভালো খেললে প্রশংসা করতেই হয়।’ রাজশাহী কোচ আরও যোগ করেন।
আসরে প্রথম হারের স্বাদ পাওয়া রাজশাহী পরের ম্যাচগুলোয় ভালো করতে চায়। যে কারণে এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে চায় তারা। হারের মধ্যেও অনেক কিছু ইতিবাচক দেখেছেন ওয়াইশ শাহ।
রাজশাহীর কোচ বলেন, ‘আমরা প্রথম দুই ম্যাচ জিতে এটা হেরেছি। হয়তো হেরে ভালোই হয়েছে। ভুলগুলো ধরতে পারব। কোথায় উন্নতি করতে হবে বিশেষ করে যখন প্রথমে ব্যাটিং করি। আগের দুই ম্যাচ তাড়া করে জিতেছি। তারপরও বলব লম্বা টুর্নামেন্ট। হার-জিত নিয়ে বাড়তি চিন্তা করব না। যদিও আপনি চাইবেন সব ম্যাচে জিততে।’