জহুর আহমেদ থেকে হঠাৎ ড্রোন উধাও!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম থেকে হঠাৎ উধাও হয়ে গেছে একটি ড্রোন। ড্রোনটি উদ্ধারের জন্য খোঁজ চলছে। এমনকি এই ড্রোনটি বাইরের কেউ উদ্ধার করে ফেরত দিলে তাকে দেয়া হবে পুরস্কার।
মঙ্গলবার রাজশাহী রয়্যালস এবং খুলনা টাইগার্সের ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। জানা গেছে, ম্যাচের মাঝে উপর থেকে মাঠের পুরো শর্ট নেওয়ার জন্য ড্রোন উড়ানো হয়। কিন্তু ড্রোনটি হুট করে সিগন্যাল বন্ধ করে মাটিতে পড়ে যায়।

উদ্ধারকর্মীরা ড্রোন খুঁজতে গিয়ে পরবর্তীতে সেটা আর খুঁজে পাননি। যে কারণে ঘোষণা দেয়া হয় ড্রোন ফেরত দিলে দেয়া হবে ১০ হাজার টাকা পুরস্কার। যদিও এখনও ড্রোনের সন্ধান মেলেনি।
আকাশে ওড়ানোর পর ড্রোনটি সিগন্যাল বন্ধ হয়ে মাটিত??? পড়ে যায়। পরে খোঁজ করে ড্রোনটি আর পাওয়া যায়নি।
জানা গেছে, ড্রোনের মূল্য চার থেকে পাঁচ লক্ষ টাকা। এরপর মাঠ থেকে ঘোষণা দেওয়া হয়, ড্রোনটি যে পাবে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।