নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহী রয়্যালসের বিপক্ষে টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
জয়ের জন্য খুলনা টাইগার্সকে ১৯০ রানের বিশাল লক্ষ্য দেয় রাজশাহী। সেই লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক মুশফিকের ৯৬ এবং বাকি ব্যাটসম্যানদের সহায়তায় ৫ উইকেটের জয় তুলে নেয় খুলনা।

মুশফিকের ৯৬ রানের ইনিংসটি বিপিএলে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে খেলা সেরা ইনিংস। এর আগের ইনিংসটিও ছিল ডানহাতি এই ব্যাটসম্যানেরই।
ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে সিলেট রয়্যালসের জার্সিতে ২০১৩ সালে সেই ইনিংসটি খেলেন মুশফিক। সেই ম্যাচে ৮৬ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
মোহাম্মদ মিঠুন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে আছেন। চলতি বিপিএলে সিলেট থান্ডারের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান।
টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে গেছে খুলনা টাইগার্স। ২০ ডিসেম্বর রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে মুশফিকবাহিনী।