মাশরাফিকে নিয়ে চিন্তা না করলেও চলবে, সাংবাদিকদের সালাউদ্দিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মঙ্গলবার থেকে মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) চট্টগ্রাম পর্বের খেলা। বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে ঢাকা প্লাটুন। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন ছিল ঢাকার। কিন্তু এদিন অনুশীলন করেননি প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি কেন অনুশীলনে নেই বিষয়টি ঢাকার কোচ সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে, তিনি মাশরাফিকে নিয়ে সাংবাদিকদের চিন্তা করতে মানা করেন। কোচ মনে করেন, বাংলাদেশের ওয়ানডে দলপতির যেটা করা দরকার, সে সেটাই করছেন।

সালাউদ্দিন বলেন, `মাশরাফি ঠিক আছে, মাশরাফিকে নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে। মাশরাফি ফিট আছে, কারণ আমার মনে হয় এখন তার যেটা করা দরকার সে সেটা করছে।'
'সে তৈরি হচ্ছে, জিম করছে। আমার মনে হয় এখন তার ফিট থাকাটাই জরুরি। আমার মনে হয় সে সেটা করছে। মাঠে না দেখলেও আপনাদের ভাবার কারণ নাই যে সে মাঠে নাই।' ঢাকার কোচ আরও যোগ করেন।
মাশরাফি অনুশীলনে না থাকলেও দলের সঙ্গে অনেকভাবে জড়িত আছে বলে জানান সালাউদ্দিন। কোচ আরও বলেন, `মাঠে ও অনেকভাবেই জড়িত আছে। নরমালি অনুশীলন সেশনটা অপশনাল থাকে, আশা করছি সে জিমে নিজেকে ফিট রাখছে।'
ঢাকার তিন ক্রিকেটার মমিনুল হক, তামিম ইকবাল এবং হাসান মাহমুদ জ্বরে ভুগছেন। তামিম হাসপাতালে ভর্তি, যে কারণে দলের সঙ্গে নেই। তবে জ্বর নিয়েই অনুশীলন করেছেন মমিনুল। কিন্তু তরুণ পেসার হাসান ছিলেন না অনুশীলনে।
তামিম ঢাকায় থাকায় দল সাজাতে তাই স্থানীয় ক্রিকেটারদের ওপর আস্থা রাখতে চান সালাউদ্দিন। তিনি আরও বলেন, 'আমার বড় সুবিধা হচ্ছে স্থানীয় ক্রিকেটাররা সবাই মোটামুটি খেলার মধ্যে আছে এবং ভালো করছে। আর আমাদের রিপ্লেসম্যান্ট নিয়ে খুব সমস্যা হবে না আশা করি।`