promotional_ad

মুস্তাফিজ দ্রুত আমাদের ম্যাচ জেতাবেঃ ও'ডনেল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মুস্তাফিজুর রহমানকে নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না মার্ক ও'ডনেল। রংপুর রেঞ্জার্সের এই কোচ বিশ্বাস করেন দ্রুত রংপুরকে ম্যাচ জেতাবেন এই পেসার। প্রথম দুই ম্যাচে নিজের সেরাটা না দিতে পারা ফিজকে নিয়ে সামনের ম্যাচগুলোর জন্য আশাবাদী নিউজিল্যান্ডের এই কোচ।


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটা ভালো হয়নি মুস্তাফিজুর রহমানের। ঢাকা পর্বে কুমিল্লার বিপক্ষে ২ উইকেট পেলেও রান দিয়েছেন ৩৭। সেই ম্যাচে দাসুন শানাকার কাছে এক ওভারে ৪ ছক্কা খাওয়ার অভিজ্ঞতাও হয়েছে মুস্তাফিজের।


পরের ম্যাচ চট্টগ্রামের বিপক্ষে ছিলেন উইকেটশুন্য। এছাড়া ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেও ছিলেন অচেনা। উইকেট শুন্য সিরিজ পার করার পর বাদ পরেন টেস্ট একাদশ থেকেও।



promotional_ad

মুস্তাফিজের সম্প্রতি ফর্ম বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি) নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, মুস্তাফিজকে স্বরূপে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেটা দুশ্চিন্তার ব্যাপার।


বাশার চিন্তিত হলেও রংপুর রেঞ্জার্স কোচ মার্ক ও ডনেল মুস্তাফিজকে নিয়ে চিন্তিত নন। বুধবারের ম্যাচের আগে অনুশীলন শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন এই কিউই কোচ।


ও' ডনেল বলেন,`মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সে আমাদের ম্যাচ জেতাবে। সে দারুণ একজন বোলার। মাত্র এক-দুটি ম্যাচ হয়েছে। ১২ ম্যাচের টুর্নামেন্ট। বাজে সময় দ্রুত কেটে যাবে। সে ঠিক আছে। তার সবকিছুই ঠিক আছে। তার দিকে নজর রাখুন, সে দ্রুত আমাদের ম্যাচ জেতাবে।'


ঢাকা পর্ব চলাকালীন মুস্তাফিজের প্রায় হারিয়ে যাওয়া সম্পর্কে বলতে গিয়ে হাবিবুল বলছিলেন, তার ইয়র্কারই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে এখন ব্যাটসম্যানরা আগেই অনুমান করে ফেলতে পারছেন। বাশার বলেন ‘মুস্তাফিজ এক বছর ধরে মিসিং হয়ে যাচ্ছে। মুস্তাফিজের বোলিংয়ে এখন ইয়র্কার নেই।' 



`আগে একটা দারুণ ইয়র্কার ছিল বোলিংয়ে। স্লোয়ার বল এখনো আছে। পেসও আস্তে আস্তে বাড়ছে। এখন মোটামুটি ভালো পেসেই বল করছে। কিন্তু সে একটু বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এটাই আমার কনসার্ন। মনে হচ্ছে আমার কাছে। ব্যাটসম্যানরা ওকে পড়ে ফেলছে যে ও কী করতে যাচ্ছে।’ বাশার আরও যোগ করেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball