promotional_ad

রংপুরের স্কোয়াডে আল আমিন-মুগ্ধ, আসছেন ডেলপোর্ট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে আঙ্গুলে চোট পান জাকির হাসান। যে কারণে খেলতে পারেননি পরের ম্যাচে। কিন্তু এবার চট্টগ্রাম পর্বেও শুরুর দিকে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে পাচ্ছে না রংপুর রেঞ্জার্স।


রংপুরের ম্যানেজার ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। জাকিরকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে ইতোমধ্যে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বদলি হিসেবে আল আমিন জুনিয়রকে স্কোয়াডে নিয়েছে রংপুর।



promotional_ad

আল আমিন ছাড়াও তরুণ পেসার মনিরুল ইসলাম মুগ্ধকেও স্কোয়াডে যোগ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর ম্যানেজার। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, `চোটের কারণে জাকিরকে বিশ্রাম দেয়া হয়েছে। ওর জায়গায় আল আমিন জুনিয়রকে স্কোয়াডে নেয়া হয়েছে। এছাড়া মুগ্ধকেও আমরা দলে নিয়েছি।'


বিবিপিএলে ঢাকা পর্বে দল হিসেবে ভালো করতে পারেনি রংপুর। নিজেদের দুই ম্যাচের দুটিতেই হেরেছে মার্ক ও'ডনেলের শিষ্যরা। ফিরতি দেখায় বুধবার কুমিল্লার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দলটি। 


এদিকে রংপুরের স্কোয়াডে শক্তি বাড়াতে বুধবার ঢাকা আসছেন ক্যামেরন ডেলপোর্ট। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে আগেই দলে টেনেছিল দলটি। এছাড়া ড্রাফটের বা???রে থেকে টম অ্যাবেল এবং জুনায়েদ খানকে আগেই দলে ভিড়িয়েছিল রেঞ্জার্সরা।



রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ

দেশি: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, আল আমিন জুনিয়র, মনিরুল ইসলাম মুগ্ধ।


বিদেশি: মোহাম্মদ নবি, মোহাম্মদ শেহজাদ, জুনায়েদ খান, লুইস গ্রেগোরি, ক্যামেরন ডেলপোর্ট, টম অ্যাবেল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball