ফার্গুসনের ইনজুরিতে বোল্টের দ্বারস্থ কিউই ম্যানেজমেন্ট

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় লকি ফার্গুসনের। কিন্তু সেই টেস্টে কাফ ইনজুরির কারণে ছিটকে পড়েন নিউজিল্যান্ডের এই পেসার। এই গতিতারকা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পান ট্রেন্ট বোল্টের ইনজুরির কারণে। ফার্গুসনের ইনজুরিতে সেই বোল্টকেই দলে ডাকছে নিউজিল্যান্ডের নির্বাচকরা।
জানা গেছে বক্সিং ডে টেস্টের আগেই সেরে উঠতে পারেন বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোট পান তিনি। অস্ট্রেলিয়া সিরিজের আগে বোল্ট চোট কাটিয়ে উঠতে পারবেন না বলেই ফার্গুসনকে দলে ডাকে নিবাচকরা। এবার তিনিও ছিটকে যাওয়ায় বোল্ট ফিরে আসতে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির পার্থ টেস্টে প্রথম ইনিংসে ১১ ওভার বোলিং করেন ফার্গুসন। ৪৭ রান খরচ করে উইকেট পাননি তিনি। এরপরই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান ডানহাতি এই পেসার।
তাঁর অবস্থা জানতে সঙ্গে সঙ্গেই এমআরআই করানো হয়। জানা যায় কাফ ইনজুরিতে পড়েছেন গতিময় এই পেসার। দ্বিতীয় ইনিংসে একজন বোলার কম নিয়েই খেলতে হয় কিউইদের।
ম্যাচটি ২৯৬ রানের বড় ব্যবধানে হারে তারা। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পাঁচ থেকে ছয় সপ্তাহ লাগবে ফার্গুসনের।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড জানায়, ‘এমআরআই করানোর পর নিশ্চিত হওয়া গেছে, লকি ফার্গুসনের ডান কাফে টান লেগেছে, এর ফলে পার্থের প্রথম টেস্টে আর বল করতে পারবেন না তিনি। যদিও ব্যাট করতে কোনও অসুবিধা নেই। তার সেরে উঠতে পাঁচ-ছয় সপ্তাহ লাগতে পারে।’