promotional_ad

যে কাউকে হারানোর ক্ষমতা আছে খুলনারঃ আমির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে খুলনা টাইগার্সের। দলটির বাঁহাতি পেসার মোহাম্মদ আমির এমনই মনে করেন। সেই সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের প্রসংশা করেছেন পাকিস্তানি এই পেসার। 


খুলনা টাইগার্সের জার্সিতে এবারের বিপিএল মাতাচ্ছেন আমির। এর আগেও তিনি খেলেছেন বিপিএলে। বিপিএল ছাড়াও বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তারকা এই পেসারের। 



promotional_ad

নিজেদের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে খুলনা। চট্টগ্রাম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী আমির। বিদেশি ক্রিকেটারদের খুলনার বড় শক্তি হিসেবে মানছেন তিনি। 


আমির বলেন, ‘আমাদের মূল শক্তি হচ্ছে বিদেশি ক্রিকেটাররা। রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্করা আছে। মুশফিক আছে দলে, সে অনেক অভিজ্ঞ দলপতি। প্রতি মৌসুমে সে ভালো করেছে। আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।’ 


আমির মনে করেন, খুলনার সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে স্কোয়াডের প্রাণবন্ত স্থানীয় এবং তরুণ ক্রিকেটাররা। এ ছাড়া টিম ম্যানেজমেন্ট, কোচ, ফিজিওরা তাঁদের সর্বোচ্চটা দিচ্ছেন দলের জন্য।



আমির আরও বলনে, ‘আমাদের দলটা খুব ভালো। স্কোয়াডে কয়েকজন লোকাল এবং তরুণ ক্রিকেটার আছে। তারা অনেক প্রাণবন্ত। দলের জন্য খুবই ইতিবাচক দিক এটা। টিম ম্যানেজমেন্ট অনেক সহায়তা করছে। ফিজিও, ম্যানেজাররাও অনেক ভালো। আশা করছি দল হিসেবে ভালো করব।’


খুলনার জার্সিতে নিজের প্রথম ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি আমির। চট্টগ্রাম পর্বে ১৭ ডিসেম্বর রাজশাহী রয়্যালসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball