আগামী চার-পাঁচ দিনে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তান সফর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আগামী চার-পাঁচদিনের মধ্যে জানা যাবে আসন্ন সফরটির ভাগ্য। তবে কোনো ক্রিকেটার এই সফরে যেতে না চাইলে জোর করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রাপত্তার কারণে পাকিস্তান সফরে বাংলাদেশ দল যাবে কি যাবে না, এমন প্রশ্ন অনেকদিনের। বিসিবি সভাপতি জানিয়েছেন, ক্রিকেটারদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হবে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে।
মূল দল না যেতে চাইলে পরিস্থিতি বিবেচনায় পাঠানো হতে পারে বিকল্প দলও। শনিবার এমনই ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান বলেন, ‘প্লেয়াররা না যেতে চাইলে যাবে না। এখানে জোর করার তো কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না।

'এখন পর্যন্ত এটা আমাকে যদি জিজ্ঞাসা করেন, কাউকে জোর করে খেলতে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। বিকল্প টিম পাঠাব না কী করব, সেটা নিয়ে কথা বলার এখন দরকার নেই। এসব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
সম্প্রতি পাকিস্তানের মাটিতে দুই ভাগে সিরিজ খেলতে গেছে শ্রীলংকা। নিরাপত্তা ইস্যুতে প্রথমে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার পর এখন সেখানে টেস্ট সিরিজ খেলছে লঙ্কানরা। নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাননি অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমালসহ ১০ ক্রিকেটার। যদিও টেস্ট সিরিজে দলের সঙ্গে গেছেন ম্যাথুস-চান্দিমালরা।
নিরাপত্তা ইস্যুতে সরকারের কাছে আবেদন করেছে বিসিবি। সরকার থেকে ছাড়পত্র পেলে এরপরই বসা হবে ক্রিকেটারদের সঙ্গে। সেখানে মাহমুদউল্লাহ-মমিনুলদের মতামত নেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি।
নাজমুল হাসান আরও বলেন, ‘পাকিস্তান সিরিজ নিয়ে যেটা আছে যে, আমরা সিকিউরিটি ইস্যুতে সরকারের কাছে যে আবেদন করেছিলাম, আমরা ছাড়পত্র পাব কিনা সেটা পাঠিয়েছিলাম। এর আগে আমাদের দুটো দল গিয়েছে।
'মেয়েদের একটা দল গিয়েছে, ছেলেদের একটা দল গিয়েছে। ন্যাশনাল দলের জন্য ছাড়পত্রটা আমরা এখনও পাইনি। যদি সিকিউরিটির কথা আমাকে জিজ্ঞাসা করেন, যে আন্ডার টুয়েল্ভ হোক বা জাতীয় দল- সিকিউরিটি সবার ক্ষেত্রে একই হবার কথা।’
‘আমরা ধরে নিচ্ছি যে সিকিউরিটি ক্লিয়ারেন্স আমরা পাব। যেহেতু আমরা এখনও তাদের সিদ্ধান্তটা পাইনি, তারা গিয়ে দেখেছেন। যখন আমরা হাতে পাব, তারপর সিদ্ধান্ত নিতে পারব। সিকিউরিটি ক্লিয়ারেন্স তো আছে, নেক্সট হলো ক্রিকেটারদের মত। ওদের মতামতের তো একটা ব্যাপার আছে। আমরা আশা করছি আগামী চার-পাচদিনের মধ্যে এটার সিদ্ধান্ত আমরা নিতে পারব।’ যোগ করেন বিসিবি সভাপতি।