promotional_ad

বিপিএলে ৩০০ টাকায় ৫০০ টাকার গ্যালারির সুবিধা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারের বাইরে হঠাৎ-ই হইহুল্লোড়। গেট থেকে বাহির হতেই দেখা গেল শ'খানেক দর্শক তাড়াহুড়ো করে শহীদ জুয়েল স্ট্যান্ডের গেটের দিকে যাচ্ছেন। নিরাপত্তা কর্মীরা এসে তাদের বলছেন 'লাইন করেন, লাইন'। প্রথম দেখায় তাদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিলো কোনো নির্দিষ্ট দলের সমর্থক, কারও সাহায্যে ঢুকতে পেরে বেশ খুশি। 


কাছে যাওয়ার পর দর্শকদের হাতে টিকেট দেখে ধারণা বদলে গেল। কয়েকজন দর্শকদের সঙ্গে কথা বলে জানা গেল, ৩০০ টাকায় তাদেরকে ৫০০ টাকার গ্যালারিতে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। 


নর্দান স্ট্যান্ডে যেতেই নিরাপত্তা কর্মীরা বিষয়টা খোলাসা করেন। জানালেন, এই গ্যালারির বসার চেয়ার এখনও লাগানো হয়নি। লাগানোর জন্য যে চেয়ারগুলো রাখা হয়েছে দর্শকরা যেন সেগুলো মাঠে ছুঁড়ে না মারেন বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটান, সে জন্য তাদের সরিয়ে নেয়া হয়েছে।


নির্দেশনা এসেছে বিসিবি থেকেই। এ প্রসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সুজন ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'নিরাপত্তার কারণে তাদেরকে এখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখানের চেয়ারগুলো এখনও লাগানো হয়নি। এখানেই রয়েছে। দর্শকরা এগুলো নিয়ে বসতে চেষ্টা করছিলেন।' 



promotional_ad

'অনেকের এখানে বসে লোহায় জামা-কাপড় ছিড়ে গেছে। তাই চেয়ার দিয়ে আলগাভাবে বসার চেষ্টা করছিলেন। যদি উত্তেজিত হয়ে মাঠে চেয়ার বা কিছু ছুঁড়ে মারে, এই কথা চিন্তা করে আমরা তাদের জুয়েল স্ট্যান্ডে বসার ব্যবস্থা করে দিয়েছি।' নিরাপত্তা কর্মী আরও যোগ করেন। 


বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে চেয়ার সংস্কার কাজ শুরু হয়। নর্দান স্ট্যান্ডের আপারে নতুন চেয়ার দৃশ্যমান হয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই। কিন্তু নিচের গ্যালারিতে চেয়ার লাগানো হয়নি।


প্রথম দুইদিন দর্শক কম থাকায় বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি বিসিবি। তবে শুক্রবার দর্শকরা স্টেডিয়ামমুখী হওয়াতে বেধেছে যত সমস্যা। নিরাপত্তাকর্মীরা জানালেন, চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগে সমস্যা সমাধান করবে বিসিবি। 


সুজন আরও বলেন, 'বিসিবির সঙ্গে আলাপ করেই এই সিদ্ধান্ত (জুয়েল স্ট্যান্ডে পাঠানো) নেয়া হয়েছে। আশা করছি চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগে চেয়ারগুলো লেগে যাবে। আজ শুক্রবার বলে এতো দর্শক হয়েছে, অন্যসময় এগুলো ফাঁকা থাকে। তাই চেয়ারগুলো লাগানোর জন্য তাড়াহুড়ো করা হয়নি।'


বিপিএলের এবারের আসরকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে আয়োজন করছে বিসিবি। কিন্তু প্রথম দুইদিন মাঠে দর্শক তেমন দেখা যায়নি। দর্শকদের মধ্যে আগ্রহ না থাকায় টিকিট বিক্রি করতে ব্যবহার করা হচ্ছে মাইক। 



প্রথম দুই দিন মাইকিংয়ের সময় শোনা যায় ' বঙ্গবন্ধু বিপিএলের টিকেট কাউন্টারে পর্যাপ্ত পরিমাণে টিকেট আছে। আপনারা কালোবাজারি বা কাউন্টারের বাইরে থেকে টিকেট কিনে প্রতারিত হবেন না।'


'এই দায় কর্তৃপক্ষ নেবে না। টিকিটের সর্বনিন্ম মূল্য ধরা হয়েছে ২০০। এ ছাড়া আছে ৩০০, ৫০০, ১০০০ এবং ২ হাজার টাকা দামের টিকেট।' কিন্তু শুক্রবার মাইক ম্যানের কণ্ঠে ছিল ভিন্ন সুর। `২০০ ,৩০০ টাকার টিকেট শেষ, কেবল ৫০০, ১০০০, ২ হাজার টাকার টিকেট বাকি আছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball