promotional_ad

বাংলাদেশে দারুণ সময় কাটছে আনজুম চোপড়ার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আনজুম চোপড়া বাংলাদেশে এসেছেন মাত্র ৪ দিন আগে। এতো অল্প সময়ের মাঝে দ্রুত সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। জানিয়েছেন, বিপিএলে ধারাভাষ্য দিতে ভালোই লাগছে তাঁর। সেই সঙ্গে এখানে সময়টাও এখন পর্যন্ত দারুণ কাটছে সাবেক এই ভারতীয় ক্রিকেটারের। 


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) প্রথমবারের মতো ধারাভাষ্য দিচ্ছেন আনজুম। এবারই প্রথম কোন নারীকে এই দায়িত্বে নিয়ে এসেছে বিসিবি। আগের ছয় মৌসুমের বিপিএলে ধারাভাষ্য নিয়ে কম কথা শুনতে হয়নি বোর্ডকে।


এবার তাই অভিজ্ঞদের দিকেই তাকিয়েছে বিসিবি। বিপিএল ছাড়াও আইপিএল কিংবা ভারতের অভ্যন্তরীণ সিরিজগুলোতেও ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা রয়েছে আনজুমের। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে জানান এখন পর্যন্ত বিপিএল অভিজ্ঞতার কথা।



promotional_ad

প্রথম দুই দিন দর্শক বেশি না হওয়ার বিষয়টি চোখে পড়েছে ভারতের হয়ে ১২৭টি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের। আনজুম বলেন, `এবারই প্রথম বিপিএল এসেছি। মাত্র ২-৪ দিন হয়েছে। তবে অল্প সময়ে দারুণ উপভোগ করেছি। কিন্তু আমি আরও বেশি দর্শক আশা করেছিলাম। সামনের ম্যাচগুলোতে দেখতে পাবো আশাবাদী।` 


২০০৬ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান আনজুম চোপড়া। ২০১২ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর পর ধারাভাষ্য পেশায় যোগ দেন তিনি। পাশাপাশি উপস্থাপনাও করে থাকেন ভারতীয় সাবেক এই নারী ক্রিকেটার।


ক্রিকেট ছাড়াও তিনি একজন লেখিকা, অভিনেত্রী, মোটিভেশনাল স্পিকার ও পরামর্শক। ভারতের হয়ে ১২ টেস্টে ৫৪৮ রান করেছেন তিনি। ১২৭টি ওয়ানডেতে আনজুম চোপড়ার সংগ্রহ ২৮৫৬ রান এবং ১৮টি টি-টোয়েন্টি খেলে রান করেছেন ২৪১। 


আতাহার আলী খান এবং শামিম চৌধুরীরা বিপিএলে নিয়মিত ধারাভাষ্য দিয়ে থাকেন। মাঝে শাহরিয়ার নাফিস-মেহরাব হোসেন জুনিয়ররাও যোগ দিয়েছিলেন তাদের দলে। কিন্তু আশানুরূপ না হওয়ার এবার বিদেশি নারী ধারাভাষ্যের দিকে ঝুঁকেছে বিসিবি।



আনজুম ছাড়াও বিদেশিদের মধ্যে আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার নেইল ও’ব্রায়েন, জিম্বাবুয়ের ক্রিকেটার ভুসি সিবান্দা আছেন ধারাভাষ্যের জন্য। বিপিএলের আগের আসরগুলোতে ভারতের গৌতম ভিমানি এবং নিউজিল্যান্ডের ড্যানি মরিসনরাও এসেছিলেন। 


বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন কয়েকদিন আগে ধারাভাষ্যদের নাম উল্লেখ না করলেও বলেছিলেন, ‘অবশ্যই চেষ্টা করব গতবারের ভুলগুলো যেন না হয়। আপনারা (সংবাদমাধ্যম) যেসব প্রতিবেদন প্রকাশ করেছিলেন সেগুলোর ভিত্তিতে এবার সংশোধন করার চেষ্টা করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball