promotional_ad

মিরপুরের উইকেটের আচরণে অবাক বোপারা-মাশরাফিরা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটের আচরণ অবাক করছে মাশরাফি বিন মুর্তজা এবং রবি বোপারাকে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচ শেষে উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই দুজন।


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর ভাগে সাধারণত স্লো উইকেটে খেলা হয়ে থাকে মিরপুরে। ১৫০ রানের গণ্ডি পার করতেই কষ্ট হয়ে যায় দলগুলোর।


এবারের বঙ্গবন্ধু বিপিএলে উইকেট অনেকটাই আলাদা। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া চারটি ম্যাচেই বড় রান হয়েছে। এ ছাড়া যে দলগুলো বড় রান পায়নি, তাদের কাছ থেকেও উইকেট নিয়ে কোনো প্রকার অভিযোগ শোনা যায়নি।



promotional_ad

গত বৃহস্পতিবার মাশরাফির ঢাকা প্লাটুন সংগ্রহ করে নয় উইকেটে ১৩৪ রান। তারপরেও উইকেট নিয়ে অজুহাত দিতে দেখা যায়নি দলটির অধিনায়ক মাশরাফিকে।


বরঞ্চ ম্যাচ শেষে উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করে মাশরাফি বলেন, 'মিরপুরে সাধারণত এমন উইকেট দেখা যায় না। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমরা সেটা কাজে লাগাতে পারিনি।'


এই রান দশ বল ও নয় উইকেট হাতে রেখে তাড়া করে রবি বোপারা-আন্দ্রে রাসেলদের রাজশাহী রয়্যালস। উইকেটের আচরণে অবাক হয়েছেন বোপারাও।


ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি মনে করছিলাম ঢাকায় সবগুলো ম্যাচই কঠিন হবে। এখানে সাধারণত লো স্কোরিং ম্যাচ হয়। আবার সেই ম্যাচেও অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়।



আমার মনে হয়েছে অল্প রান তাড়া করছি, কিন্তু সেটা অবশ্যই সহজ হবে না। আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলার কারণে জয়টিকে আমাদের সহজ মনে হয়েছে।'


এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া চার ম্যাচে সবচেয়ে বেশি দলীয় সংগ্রহ করে কুমিল্লা ওয়ারিয়র্স। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে সাত উইকেটে ১৭৩ রান করে তারা। সবচেয়ে কম রান করেছে রংপুর। কুমিল্লার বিপক্ষে একই ম্যাচে মাত্র ৬৮ রানে অলআউট হয় তারা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball