promotional_ad

ক্রিকেটার মাশরাফির পেশাদারিত্ব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মুর্তোজা। মাঝে ১৫৯ দিন ব্যাট-বলের পাশাপাশি দূরে ছিলেন সংবাদমাধ্যম থেকেও। তবে বৃহস্পতিবার দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফেরা মাশরাফি এলেন সংবাদ সম্মেলনে।


অনুশীলনে বা মিরপুরে এলে সারাক্ষণ আড্ডায় মেতে থাকা মাশরাফি এবারের বিপিএলে অনুশীলন শুরু করেছেন সপ্তাহ খানেকের বেশি। কিন্তু এবার সেই ‘আড্ডাবাজ’ মাশরাফিকে দেখা যায়নি। 



promotional_ad

সাংবাদিকদের সঙ্গে বন্ধুসুলভ হলেও দূরত্ব বজায় রেখেছিলেন মাশরাফি। যদিও সাংবাদিকদের সঙ্গে সম্পর্কটা আগের মতোই আছে বলে জানালেন তিনি। মাশরাফির মতে, সবাই সবার পেশার দিক দিয়ে নিজ নিজ অবস্থানে আছে।


বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের নেতৃত্বে থাকা মাশরাফি বলেন, ‘ভালো সম্পর্ক থাকা তো সব সময় ভালো। আপনারা আপনাদের পেশা কভার করবেন, আমি আমার পেশা কভার করব। আমার মনে হয় সমস্ত প্লেয়ারদেরই ভালো সম্পর্ক, শুধু আমার না।’ 


‘পেশাদারিত্বের জায়গা থেকে আমার কাছে মনে হয়, যখন আমার আপনাদের ফেস করতে হবে তখন আমাকে আসতেই হবে। এতদিন আমি কোনো ক্রিকেটে ছিলাম না যে, আপনাদের সামনে এসে কথা বলব। এখন আবার সময় এসেছে কথা বলছি।’ যোগ করেন মাশরাফি। 



বিশ্বকাপের পর চোটে পড়ায় শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি মাশরাফি। গত পাঁচ মাসে বাংলাদেশ আর কোনো ওয়ানডে খেলেনি বলে মাশরাফিকেও ক্রিকেটে দেখা যায়নি।


মাশরাফি বলেন, ‘এত দিন পর নেমেছি। একটু দ্বিধা আছে। অনেক দিন পর নামলে যা হয় আর কি! দুই-তিন দিন যাওয়ার পর ঠিক হয়ে যাবে। ছোট-খাটো চোটাঘাত আছে। দুই-তিন মাস বাইরে থাকলে যেটা হয় আর কি। তিন-চার ম্যাচ খেললে হয়তো ঠিক হয়ে যাবে। পিঠে একটু ব্যথা আছে। তবে এগুলো আগেও কাটিয়ে উঠেছি। এবারও ঠিক হয়ে যাবে।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball