promotional_ad

তামিমকে নিয়ে চিন্তার কিছু নেইঃ মাশরাফি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপ, শ্রীলংকা সফরে হাসেনি তামিম ইকবালের ব্যাট। জাতীয় লিগ দিয়ে মাঠে ফিরলেও সেখানে দেখা পাননি সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির। এনসিএলের মাঝে চোটে পড়ে ছিটকে যান দ্বিতীয় রাউন্ড থেকে। চোটের পাশাপাশি পারিবারিক কারণে যাননি ভারত সফরে।  


এতো ধকল পেরিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার (বিবিপিএল) লিগ দিয়ে মাঠে ফিরেছেন তামিম। কিন্তু এখানেও ব্যর্থ তিনি। বৃহস্পতিবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাত্র ৫ রান করে সাজঘরে ফিরেছেন ঢাকা প্লাটুনের এই ওপেনার। 



promotional_ad

বিপিএলকে সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত অনুশীলন করেছেন তামিম। নিজেকে ফর্মে ফিরিয়ে আনতে আম্প্রাণ চেষ্টা করেও প্রথম ম্যাচে ব্যর্থ দেশসেরা এই ওপেনার। তবে ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, তামিমকে নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। বাঁহাতি এই ওপেনার সর্বশেষ বিপিএলেও এভাবে শুরু করেছিলেন। কিন্তু ফাইনালে তাঁর ঝড়ো সেঞ্চুরির কল্যাণেই শিরোপা ঘরে তুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফিফ বলেন, ‘আমার মনে হয় না তামিমকে নিয়ে বেশি চিন্তা করার আছে। গত বছরও তামিম বেশিরভাগ ম্যাচে এমন পারফরম্যান্সের ভেতর দিয়ে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচজয়ী নক কিন্তু ওরই ছিল। তামিম এটা বারবার প্রমাণ করে এসেছে।’


রাজশাহীর বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছে তারকা সমৃদ্ধ দল ঢাকা। দলে আফ্রিদি-থিসারাদের মতো বিদেশি তারকারা আছেন। দেশিদের মধ্যে মাশরাফি, তামিম ছাড়াও বিজয়, আরিফুলরা আছেন শক্তি বাড়ানোর জন্য। 



মাশরাফি মনে করেন এতো তারকা থাকা সত্ত্বেও দল হিসেবে খেলতে পারেনি ঢাকা। মিরপুরের এই উইকেটে ১৬০ রান করলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো বলে মন্তব্য করেন ঢাকার অধিনায়ক। তবে ম্যাচ হারলেও এখনই চিন্তা বা আলোচনার কিছু দেখছেন না অভিজ্ঞ এই পেসার।


মাশরাফি বলেন, ‘এখন গুরুত্বপূর্ণ হচ্ছে দল হিসেবে খেলা, যেটা আমরা আজ মিস করেছি। উইকেটটা ভালো ছিল, সাধারণত মিরপুরে এমন উইকেট পাওয়া যায় না। ১৬০ রান করার মতো একটা পর্যায়ে ছিলাম আমরা। তারপর দুই তিনটা রান আউট মিস করেছে। আমার কাছে মনে হয় এখন চিন্তিত না, আলোচনা করার সময়ও এখন না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball