পরিকল্পনার তিনগুণ পূরণ করেছেন বোপারা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাজশাহী রয়্যালসের অলরাউন্ডার রবি বোপারার পরিকল্পনায় ছিল দলের ফিল্ডারদের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা প্লাটুনের অন্তত একজন ব্যাটসম্যানকে রানআউট করা। সেই জায়গায় প্লাটুনের তিনজন ব্যাটসম্যানকে একাই রানআউট করেছেন বোপারা!
শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ফিল্ডিংয়ে জাকের আলী (২১), আরিফুল হক (৫) ও মেহেদী হাসানকে (৬) রানআউট করেন বোপারা। পাশাপাশি বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।

ম্যাচ শেষে বোপারা বলেন, 'আমরা রানআউটের পরিকল্পনা আগেই করেছিলাম। অন্তত একটি রানআউট আমরা চেয়েছি। আমরা জানতাম, একটি রানআউটই বড় ব্যবধান গড়ে দিবে।'
ম্যাচটিতে আগে ব্যাটিং করে ঢাকা করেছে ২০ ওভারে নয় উইকেটে ১৩৪ রান। জবাবে ১০ বল ও নয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আন্দ্রে রাসেল-রবি বোপারার রাজশাহী। শের-ই-বাংলার উইকেটে সহজ জয় পাওয়ায় অবাক হয়েছেন ইংলিশ এই ক্রিকেটার।
'আমি আশা করেছিলাম সবগুলো ম্যাচ কঠিন হবে। বিশেষ করে ঢাকায়। এখানে ম্যাচ খুব প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়। কম স্কোরের ম্যাচ হয়। আমি ভেবেছিলাম রান কম হলেও জয় পাওয়া সহজ হবে না। আমি মনে করি ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে। উইকেট সহজ মনে হয়েছে তাদের ব্যাটিংয়ের জন্য।'
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো বোপারা এখনও স্বপ্ন দেখেন ইংল্যান্ডের জাতীয় দলে খেলার। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান।
'যেকোনো টি-টোয়েন্টি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমি আমার দেশের হয়ে খেলতে চাই। সব লিগেই পারফর্ম করতে চাই। বিপিএল একটা লিগ, এরপর পিএসএল আসবে এবং এরপরে অন্য লিগ আসবে। বিশ্বকাপ সামনের বছরেই। আমার কাজ পারফর্ম করা। নির্বাচকদের নজরে আসা।'