promotional_ad

তামিম-বিজয়দের অল্পতেই আটকে রাখলেন রাসেলরা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে নয় উইকেটে ১৩৪ রান তুলেছে ঢাকা প্লাটুন। রাজশাহীর বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় এ দিন ভুগতে হয়েছে শক্তিশালী ঢাকাকে।


টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী রয়্যালস। উদ্বোধনী জুটিতে ভালো করেনি ঢাকা। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে রান করতে ব্যর্থ হয়েছেন ঢাকার ওপেনার তামিম ইকবাল। শের-ই-বাংলা স্টেডিয়ামের সবুজ উইকেটে আবু জায়েদ রাহির বলে ফিরে আফিফ হোসেনকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম (৫)।


এরপর আরেক ওপেনার এনামুল হক বিজয়কে সঙ্গ দিতে ব্যর্থ হন লরি ইভান্স (১৩)। ফরহাদ রেজার বলে অলক কাপালিকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তারপর দেখেশুনেই খেলছিলেন বিজয় ও জাকের আলী।



promotional_ad

কিন্তু দলীয় ৭৮ রানে রানআউট হয়ে ফিরে যান জাকের আলী (২১)। এরপরে একে একে ফিরে যান থিসারা পেরেরা, বিজয়, শহীদ আফ্রিদি ও আরিফুল হক। মাত্র এক রান করা পেরেরাকে অধিনায়ক আন্দ্রে রাসেলের ক্যাচ বানিয়েছেন তাইজুল ইসলাম।


৩৩ বলে ৩৮ রান করা বিজয়কে ফেরান অলক কাপালি। আফ্রিদিকে শূন্য রানে বিদায় করেন রাজশাহীর ইংলিশ রিক্রুট রবি বোপারা। আরিফুল হককেও (৫) রান আউট করেন বোপারা। ৭৮ রানে তৃতীয় উইকেট হারানো ঢাকা ৯১ রানের মধ্যে সপ্তম উইকেট হারায়।


শেষদিকে ওয়াহাব রিয়াজের ১২ বলে ১৯ এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ১০ বলে ১৮* রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৩৪ রানে থামে ঢাকা।


রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন আবু জায়েদ রাহি। একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, অলক কাপালি ও রবি বোপারা।



সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ১৩৪/৯ (২০ ওভার)
(বিজয় ৩৮, জাকের ২১; রাহি ২/৪৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball