promotional_ad

মুস্তাফিজকে পড়ে ফেলছে ব্যাটসম্যানরাঃ বাশার

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খরুচে বোলিং করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ডেথ বোলিংয়ে বেশীরভাগ সময় খরুচে হয়ে পড়ছেন তিনি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষেও  খরুচে বোলিং করেন মুস্তাফিজ। দেশের এই শীর্ষ পেসারকে পড়ে ফেলছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা, এমনটা মন্তব্য করেছেন মুস্তাফিজের দল রংপুর রেঞ্জার্সের টেকনিক্যাল ডিরেক্টর হাবিবুল বাশার সুমন।


গত এক বছরে দেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিলেও বারবার খরুচে হয়ে পড়ছেন মুস্তাফিজ। বিপিএলে রংপুরের প্রথম ম্যাচেও খরুচে বোলিং করেছেন তিনি। চার ওভারে ৯.২৫ ইকোনমি রেটে নিয়েছেন দুই উইকেট।



promotional_ad

মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় জাতীয় দলের নির্বাচক বাশার বলেন, 'মুস্তাফিজ এক বছর ধরে হারিয়ে যাচ্ছে। মুস্তাফিজের বোলিংয়ে এখন ইয়র্কার নেই। সে ইয়র্কার পাচ্ছে না। আগে একটা দারুণ ইয়র্কার ছিল বোলিংয়ে। স্লোয়ার বল এখনও আছে। পেসও আস্তে আস্তে বাড়ছে। এখন মোটামুটি ভালো পেসেই বল করছে।


ইয়র্কার নেই শুধু। সে একটু বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এটাই আমার দুশ্চিন্তা। মনে হছে আরকি আমার কাছে। ব্যাটসম্যানরা ওকে পড়ে ফেলছে যে ও কী করতে যাচ্ছে।'


সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজ খরুচে বোলিং করলে সেই প্রভাব পুরো দলে পড়ে, যার কারণে ভারসাম্য হারায় দল। এমনটা মনে করছেন বাশার।



তিনি আরও বলেন, 'সমস্যা সবার জন্যই। মুস্তাফিজ কিন্তু উইকেট পাচ্ছে। এখনও কিন্তু পাঁচ উইকেট পাচ্ছে। শেষ এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ও। কিন্তু সে খরুচে বোলার হয়ে যাচ্ছে। শেষের দিকে অনেক খরুচে হয়ে যাচ্ছে।


আমাদের ডেথ বোলার কিন্তু মুস্তাফিজ। সে যদি খরুচে বোলিং করে তাহলে কিন্তু পুরো দলের ওপরেই চাপ চলে আসে। সে অনেক ভালো বোলার। চাওয়াটা একটু বেশি থাকে ওর কাছে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball