promotional_ad

বিপিএলের শুরু থেকেই 'সার্কাস'

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||


‘পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’- নারী-পুরুষের পার্থক্য দূর করতে এভাবেই সাম্যের গান গেয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এটাকে যদি বলা হয় এভাবে যে, ‘বাংলাদেশের ক্রিকেটে যতো বিতর্ক’- নিশ্চিতভাবেই পরের লাইন হবে ‘এক বিপিএলই যথেষ্ট’। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর মানেই বিতর্ক আর অসংলগ্নতার ছড়াছড়ি। বিতর্ক যেন বিপিএলের আরেক নাম!


এবার নতুনভাবে আয়োজন করা হয়েছে ঘরোয়া এই আসরটি। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিবিহীন বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। কিন্তু বিশেষ আসর হওয়ার পরও কিছুই বদলায়নি। শুরুর আগে থেকেই বিভিন্ন অসংলগ্নতায় বিতর্কিত হয়ে উঠেছে বিশেষ এই বিপিএল। আর মাঠের লড়াই শুরুর দিনে সেটা রীতিমতো ভয়ঙ্কর রূপ নিয়েছে।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডারের মধ্যকার উদ্বোধনী ম্যাচে বেশ কয়েকটি অসংলগ্নতা ধরা পড়েছে, যেগুলো কোনো পেশাদার টুর্নামেন্টের সঙ্গে কোনোভাবেই যায় না। বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগে দলগুলোর দায়িত্বে থাকা স্পন্সর কোম্পানির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্রিকেটাররা প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন না বলে জানা গিয়েছিল।


অনুশীলনের জন্য গুনে গুনে দেয়া হয়েছিল বল। অনুশীলনের সরঞ্জামের দাম শুনেই নাকি চোখ কপালে উঠেছিল দলগুলোর দায়িত্বে থাকা কোনো কোনো মালিকপক্ষের। এসবের প্রমাণ মিলল বুধবার। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে উইকেটকিপিংয়ের জন্য প্যাড দেয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। উপায় না পেয়ে জাতীয় দলের প্যাড পরেই উইকেটকিপিং করেছেন তিনি।


উইকেটের পেছন সামলানোর মতো গুরুদায়িত্ব যার কাঁধে, তাঁকে প্যাড দেয়া হয়েছে কিনা; এটা দেখার মতো মানুষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর  নেই। নিজের পা বাঁচানোর ব্যবস্থা তাই সোহানকেই করতে হয়েছে। এই একটি ঘটনাই বলে দেয়, ঠিক কতটা পেশাদারিত্বের চর্চা চলবে এবারের বিপিএলে!



promotional_ad

এটা বাউন্ডারির মধ্যকার দৃশ্য। বাইরে যা হয়েছে, সেসব রীতিমতো সার্কাসকেও হার মানায়। সিলেট থান্ডারের দেয়া ১৬৩ রানের লক্ষ্য ৫ উইকেটে ছাড়িয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের জয়ের খবরটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। একটিতে ঠিক থাকলেও আরেকটিতে চট্টগ্রামের নাম ওঠে ‘অট্টোগ্রাম চ্যালেঞ্জ।’



এটা নিশ্চয়ই প্রযুক্তিগত ভুল, কিন্তু এটা শেষপর্যন্তও ঠিক করতে পারেনি দায়িত্বে থাকা প্রোডাকশন কোম্পানি। দক্ষিণ-পশ্চিম গ্যালারির জায়ান্ট স্ক্রিনে চট্টগ্রাম দলের নাম শুরু থেকে শেষ পর্যন্ত ‘অট্টোগ্রাম চ্যালেঞ্জ’ই দেখানো হয়। এমন ভুলও নিশ্চয়ই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আয়োজকদের। যদিও চেষ্টা করেও এ নিয়ে টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখ থেকে কোনো কথা বের করা যায়নি।   


প্রোডাকশনের কেমন দশা, সেটার আরেকটি নমুনা পাওয়া গেছে। ১০ ডিসেম্বর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, এবারের বিপিএলে স্পাইডার ক্যাম ও ড্রোন  দুটোই থাকছে। উদ্বোধনী ম্যাচে দুটোই দেখা গেছে। কিন্তু ড্রোন মাঠের এদিক-সেদিক ঘুরে বেড়ালেও প্রথম ম্যাচে স্পাইডার ক্যাম ছিল স্থির। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের পর স্পাইডার ক্যাম কাজ করতে শুরু করে।



খেলোয়াড় তালিকাতেও ছিল না পেশাদারিত্বের ছোঁয়া। সাধারণত, হোটেলেই খেলোয়াড় তালিকা প্রস্তুত করেন টিম ম্যানেজার। পরে মাঠে এসে একাদশের ক্রিকেটারদের নামের পাশে দেয়া হয় টিক চিহ্ন। কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যে খেলোয়াড় তালিকাটা সরবরাহ করেছে, সেটা ছিল হাতে লেখা।  




প্রথমদিন ঘটে যাওয়া আরেকটি ঘটনার সঙ্গে অবশ্য আয়োজক বা বিপিএলকে মেলানোর সুযোগ নেই। এটা পুরোপুরি ম্যাচ সংশ্লিষ্ট, যার সঙ্গে জড়িত ক্রিকেটারের নাম। জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামা চট্টগ্রামের ইনিংসের দ্বিতীয় ওভারটি করতে যান সিলেটের ক্যারিবীয় মিডিয়াম পেসার ক্রিসমার সান্টোকি। তাঁর দুটি ডেলিভারি কৌতুহলের জন্ম দিয়েছে।



নিজের করা প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে অনেক বড় ওয়াইড দেন সান্টোকি। এই ওয়াইডে অবশ্য তেমন আলোচনা হয়নি। কিন্তু তাঁর পঞ্চম ডেলিভারিটি কৌতুহলের জন্ম দিয়েছে। এই ডেলিভারিটি দিতে গিয়ে সান্টোকির পা পড়েছে পপিং ক্রিজের এক ফুটেরও দূরে। এমনও না যে সান্টোকি এই ডেলিভারিতে বাড়তি জোর দিয়েছিলেন। সচরাচর এমন নো বল ক্রিকেটে দেখা যায় না বললেই চলে।


সব মিলিয়ে শুরুর দিনেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে বিপিএল। এটা হয়তো সহসা থামারও নয়। কারণ ১১ ডিসেম্বর শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএল চলবে ২০২০ সালের ১৭ জানুয়ারি (৪৬ দিন) পর্যন্ত। বিপিএলের অতীত রেকর্ড বলে, লম্বা এই সময়ে আরও অনেক অসংলগ্নতা আর বিতর্কের জন্ম হবে ঘরোয়া এই আসর থেকে! 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball