বিপিএলে স্বাধীনতা আছে, জাতীয় দলে নেইঃ ইমরুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় দল এবং বিপিএলের মধ্যে পার্থক্য কোথায়, সেটা জানালেন ইমরুল কায়েস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, দেশের হয়ে এক ম্যাচ খারাপ খেললে পরের ম্যাচগুলোয় চাপ তৈরি হয়। কিন্তু বিপিএলে সেটা হয় না। এখানে স্বাধীনভাবে খেলতে পারেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ইমরুল। তাঁর ২ চার এবং ৫ ছক্কায় সাজানো ইনিংসে ৫ উইকেটের সহজ তুলে নেয় চট্টগ্রাম।

এমন ইনিংস খেলায় ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তাঁর ঝুলিতেই। পুরস্কার পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে হাসিমুখেই এসব নিয়ে কথা বলেন ইমরুল। ইমরুল বলেন, ‘সারা বছর আমরা একটি বা দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলি। টেস্ট কিংবা ওয়ানডের পর দেখা যায় আমরা টি-টোয়েন্টি খেলি।’
‘দেখা যাচ্ছে দুটি-তিনটি ম্যাচ খেলে আমি টি-টোয়েন্টি খেলছি। জাতীয় দলে হয় কি, একটা ম্যাচে রান না পেলে পরের ম্যাচগুলোর জন্য চাপ হয়ে যায়। এখানে আমি জানি, আমি ভালো খেলি, খারাপ খেলি সবগুলো ম্যাচ খেলব। এ স্বাধীনতা যখন আপনার কাছে থাকবে, তখন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে।’ ইমরুল আরও যোগ করেন।
ভারতের মাটিতে টেস্ট সফরে ভালো না করায় সমালোচনা শুনতে হয়েছে ইমরুলকে। কিন্তু এই সমালোচনা নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি। এই বিষয়ে ইমরুল বলেন, ‘মানুষ বিখ্যাত না হলে তো সমালোচনা হয় না।’
‘ভালো হোক খারাপ হোক সমালোচনা হয়। ভারত সিরিজে আমি খারাপ করছি, যেটা নিয়ে আমি নিজেও আপসেট। কারণ আমাদের টেস্ট ম্যাচের প্রস্তুতিটা আরও ভালো হওয়া দরকার, একজন খেলোয়াড় হিসেবে বলছি।’ ইমরুল আরও যোগ করেন।