আমি বিখ্যাত, তাই সমালোচনা হয়ঃ ইমরুল

ছবি: ছবি -ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত সফরে টেস্ট দলে ডাক পেয়ে পারফর্ম করতে পারেননি ইমরুল কায়েস। দুই টেস্ট মিলিয়ে ২১ রান করা এই ব্যাটসম্যানকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যদিও এই সমালোচনা নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারের দাবি, বিখ্যাত হলে সমালোচনা শুনতে হয়।
বিরাট কোহলিদের বিপক্ষে খেলতে যাওয়ার আগে ফর্মের তুঙ্গে ছিলেন ইমরুল। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি এবং রাজশাহীর বিপক্ষে ৯৩ রানের ইনিংস খেলে ভারত সফরে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে সেখানে গিয়ে শুধু ইমরুল নয়, দলগতভাবে বাজে খেলেছে মমিনুল হকের দল।

লাল বলের পাশাপাশি গোলাপি বলের বিপক্ষেও আসা যাওয়ার মাঝে ছিলেন ব্যাটসম্যানরা। ইমরুল মনে করেন ঘরোয়া ক্রিকেটের বোলারদের বিপক্ষে খেলে, ২-৩ দিন অনুশীলন করে ভারতে গিয়ে ভালো করা সম্ভব নয়। বড় সফরের আগে প্রস্তুতির জন্য বাড়তি সময় দরকার।
বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা ইমরুল সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘মানুষ বিখ্যাত না হলে তো সমালোচনা হয় না, ভালো হোক খারাপ হোক সমালোচনা হয়। ভারত সিরিজে আমি খারাপ করছি, যেটা নিয়ে আমি নিজেও আপসেট। কারণ আমাদের টেস্ট ম্যাচের প্রস্তুতিটা আরও ভালো হওয়া দরকার, একজন খেলোয়াড় হিসেবে বলছি।’
‘দুই-তিন সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়ে তবেই বিশ্বমানের একটা দলের সাথে খেলতে হবে, তিন-চারদিনের প্রস্তুতি আর জাতীয় লিগের বোলারদের ফেস করে টেস্ট খেলা অনেক কঠিন। আমার জন্য না, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের জন্যও কঠিন। এ জায়গাগুলোতে আমাদের জন্য উন্নতি জরুরি, বোলার হিসেবে কাকে বল করব, কাকে খেলব, এসব এখান থেকে প্রস্তুত হয়ে গেলে সবার জন্যই ভালো।’ ইমরুল আরও যোগ করেন।
ভারতে ব্যর্থ হলেও বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানে ফিরেছেন ইমরুল। সিলেট থান্ডারের বিপক্ষে ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে চট্টগ্রামকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি। এমন ইনিংস খেলায় ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে তাঁর ঝুলিতেই।