promotional_ad

কথায় নয়, কাজে প্রমাণ দিলেন মিঠুন

ছবিঃ তানভিন তামিম, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় দলের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না মোহাম্মদ মিঠুনের। ভারত সফরে ব্যাটিং ব্যর্থতা হতাশায় ডুবিয়েছে এই ব্যাটসম্যানকে। তাই বঙ্গবন্ধু বিপিএলে দিয়ে ছন্দে ফেরার কথা জানিয়েছিলেন মিঠুন। মিরপুরের একাডেমি মাঠে ৬ ডিসেম্বর ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছিলেন, বেশি বেশি রান করতে চান। বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কথার সঙ্গে কাজের প্রমাণ দিলেন তিনি।


সিলেট থান্ডারের জার্সিতে এদিন ৪৮ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেছেন মিঠুন। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যারিয়ার সেরা এই ইনিংসটি ৪টি চার এবং ৫টি ছক্কায় সাজিয়েছেন তিনি। তাঁর এই ইনিংসের সুবাদেই স্কোরকার্ডে ১৬২ রানের পুঁজি পায় সিলেট।



promotional_ad

দলে তেমন কোনো বড় তারকা না থাকায় দেশি ক্রিকেটারদের দিকে তাকিয়ে ছিল সিলেট। সেই কাজটা মাঠে বেশ ভালোভাবে করে দলকে লড়াকু পুঁজি এনে দেন মিঠুন। গত শুক্রবার সংবাদমাধ্যমকে এই দায়িত্ব নেয়ার বিষয়টি নিজেই বলেছিলেন মিঠুন।  


মিঠুন বলেছিলেন, ‘এটা অবশ্যই স্থানীয় ক্রিকেটারদের জন্য ভালো একটি সুযোগ। অন্যান্যবার প্রতি দলে কিন্তু বড় বড় তারকা থাকে। যাদের ভিড়ে স্থানীয়রা হারিয়ে যায়। এবার যেহেতু স্থানীয় প্লেয়ারদের দায়িত্ব বেশি এবং এটা কাজে লাগানোরও আমাদের জন্য বড় সুযোগ।’


‘অবশ্যই ব্যক্তিগত লক্ষ্য থাকবে নিজের সেরা পারফরম্যান্সটা করা, যত বেশি রান করতে পারি। যেন আমার দলকে সাপোর্ট করতে পারি। আমার কাছ থেকে যে প্রত্যাশা দলের, সেটা যেন পূরণ করতে পারি।’ যোগ করে মিঠুন।



জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলেছেন মিঠুন। কিন্তু এই ফরম্যাটে কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি। এছাড়া ওয়ানডে এবং টেস্টেও কয়েক সিরিজ ধরে রান খরায় ভুগছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball