লেগ স্পিনার খেলানো নিয়ে বাধ্যবাধকতা নেই!

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লেগ স্পিনার খেলানোর নিয়ম বেধে দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু রংপুর রেঞ্জার্সের পরিচালকের দায়িত্ব পাওয়া এনায়েত হোসেন সিরাজ জানালেন, লেগ স্পিনার খেলাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে লেগ স্পিনার স্কোয়াডে রাখার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
একজন লেগ স্পিনার রেখে দল সাজাতে হবে বলে জানিয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল। সেই সঙ্গে স্কোয়াডে ১৪০ গতির বোলার থাকতে হবে বলেও জানিয়েছিলেন তিনি।

সেই হিসেবে লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেনকে দলে নিয়েছে রংপুর রেঞ্জার্স। কিন্তু লেগ স্পিনারকে একাদশের বাইরে রেখে দল সাজাতে পারে দলটি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন রেঞ্জার্সের পরিচালক।
মঙ্গলবার রংপুর রেঞ্জার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘১৪০ গতিতে বোলিং করতে হলে উইকেটও হয়তো ওইরকম নিশ্চয়ই বানিয়েছে। আপনি যেটা বলছেন, সেটার প্রাথমিক দিকগুলো বিবেচনা করলে এটা প্রধান। এরপরে দলের কম্বিনেশনের একটা বিষয় আছে।’
‘দলে লেগ স্পিনার রাখার বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি। খেলাতেই হবে এমন বাধ্যবাধকতার নিয়ম আছে বলে আমার মনে হয় না। এটা বোর্ডের তরফ থেকে বলা হয়েছে আমাদের স্কোয়াডে লেগ স্পিনার রাখতে। আমার কথা হচ্ছে খেলানোর মতো কন্ডিশন তো সেখানে নেই।’ রংপুর পরিচালক আরও যোগ করেন।
এদিকে রংপুরের পরিচালক শুরুর দিকে আকরাম খান হলেও এই দায়িত্ব পেয়েছেন এনায়েত হোসেন সিরাজ। হুট করে পরিচালকের দায়িত্বে পরিবর্তন আসা নিয়ে তিনি বলেন, ‘এটা আসলে ঘটনাচক্রে এমন হয়েছে। যেহেতু ইনসেপ্টা ফার্মাসিটিক্যালের আমি সত্ত্বাধিকারী। তো আমাদের দল যখন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেখানে আমাদের তো একটা ভূমিকা থাকবেই এই দলে।’
‘এই দলে প্রথমে আকরাম ছিল, আর আমি ছিলাম রাজশাহীতে। বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমি এখানে চলে আসব আর বোর্ড থেকে কে আসবে আমি নিশ্চিত না। এখন আকরাম আমার সঙ্গে আছে থাকবে। যদি সে অন্য কোথাও না যায়। যেহেতু সে দলটি বানিয়েছে। এখানে অন্য কোন উপায় নেই আর।’