দুই লেগ স্পিনার খেলানোর মন্ত্রে ঢাকা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের শেষের দিকে শহীদ আফ্রিদিকে দলে টানে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ড্রাফটের বাইরে থেকে পাকিস্তানের আরেক লেগ স্পিনার শাদাব খানকে দলে ভেড়ায় দলটি।
ইতোমধ্যে ঢাকার অনুশীলনে যোগ দিয়েছেন শাদাব। আফ্রিদি আসবেন মঙ্গলবার। এই দুই লেগ স্পিনারকে একাদশে রেখে দল সাজানোর পরিকল্পনা আছে ঢাকার।
ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকফ্রেঞ্জিকে এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে এমন। কোনো নিয়ম তো নেই যে দুই লেগ স্পিনার খেলানো যাবে না। শুরুর এক-দুই ম্যাচে খেলাতে পারি। বাকিটা নির্ভর করবে ফলাফলের ওপর।’

৮ ডিসেম্বর পর্দা ওঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। উদ্বোধনের পরের দিন সকাল ৯টা থেকে অনুশীলন শুরু করে দলগুলো। মঙ্গলবার সকাল ১১টার দিকে অনুশীলনে আসে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।
এদিন ঢাকার অনুশীলনে যোগ দিয়েছেন দুই বিদেশি লুইস রিস এবং শাদাব খান। ১৭ই নভেম্বর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে ইংলিশ ক্রিকেটার রিসকে দলে ভেড়ায় ঢাকা।
ঢাকা প্লাটুন স্কোয়াডঃ
দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ), মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, রকিবুল হাসান ও জাকির আলী।
বিদেশি ক্রিকেটার: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলী (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান) ও শাদাব খান (পাকিস্তান)।