বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান আমির

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসার খুলনা টাইগার্সের হয়ে খেলবেন। দলটির বোলিং আক্রমণের নেতৃত্বে দেখা যাবে তাঁকে।
সোমবার (৯ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে খুলনার অনুশীলনে যোগ দিয়েছেন আমির। আগামী ১১ ডিসেম্বর মাঠের লড়াই শুরু করবে খুলনা। প্রথমদিন অনুশীলনে যোগ দিয়েই নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বিপিএলে ১২ ম্যাচ খেলে ১৮ উইকেট নেয়া আমির।

এ প্রসঙ্গে আমির বলেছেন, ‘একজন বোলার হিসেবে আমি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই।’ আমির ছাড়াও খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন কোচ জেমস ফস্টার।
দেশি-বিদেশি ক্রিকেটারদের মিশেলে শক্তিশালী দল গড়েছে খুলনা। বাংলাদেশের তারকাদের মধ্যে দলটিতে আছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্তরা।
খুলনা টাইগার্স:
দেশি: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম।
বিদেশি: রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ।