promotional_ad

রংপুরের অনুশীলনে মার্ক ও’ডনেল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রংপুর রেঞ্জার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন গ্রান্ট ফ্লাওয়ার। ১৭ই নভেম্বর অনুষ্ঠিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটেও জিম্বাবুয়ের সাবেক এই তারকা ব্যাটসম্যান। 


কিন্তু দল গোছানোর পর ফ্লাওয়ার জানিয়েছেন এবারের বিপিএলে আসবেন না তিনি। যে কারণে নতুন কোচ হিসেবে মার্ক ও’ডনেলকে নিয়োগ দেয় রেঞ্জার্স কর্তৃপক্ষ।


বিপিএলকে সামনে রেখে ৯ ডিসেম্বর দলের অনুশীলনে যোগ  নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। ও’ডনেল নিউজিল্যান্ডের অকল্যান্ড দলকে ১১ বছর কোচিং করিয়েছেন।


promotional_ad

তার অধীনে দলটি ৮টি শিরোপাও জিতেছে। এবার বিপিএল শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে রংপুরের সঙ্গে সোমবার থেকে কাজ করলেন নিউজিল্যান্ড সাবেক এই ক্রিকেটার।


এদিকে বিদেশী ক্রিকেটার হিসেবে শাই হোপকে ড্রাফট থেকে দলে নিয়ে বিপদে পরেছিল রংপুর। তার বদলি হিসেবে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে দলে টেনেছে দলটি।


এছাড়া ড্রাফটের বাইরে থেকে পাকিস্তানের পেসার জুনায়েদ খান এবং ইংলিশ ক্রিকেটার টম অ্যাবেলকে দলে ভিড়িয়েছে রংপুর। এছাড়া ড্রাফট থেকে মোহাম্মদ নবী, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্টকে ভিড়িয়েছে দলটি।


মার্ক ও’ডনেলকে সহায়তা করবেন রংপুরের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অধিনায়ক আকরাম খান এবং পরামর্শক হিসেবে থাকবেন হাবিবুল বাশার সুমন।


রংপুর রেঞ্জার্স:


দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি, সঞ্জিব সাহা


বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নবী, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, শাই হোপ, মোহাম্মদ শাহজাদ, জুনায়েদ খান, টম অ্যাবেল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball