সালমান-ক্যাটরিনায় আলোকিত মিরপুর, পর্দা উঠলো বিপিএলের

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। রোববার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বিপিএলের। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানের ইতি টানেন বলিউড তারকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফ।
ডুয়েট গানে পারফর্ম করার মধ্য দিয়ে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের ইতি টানেন বলিউডের এই দুই সুপার স্টার। এর আগে ৪টি গানে পারফর্ম করেন ক্যাটরিনা এবং ১৭টি গানে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাতিয়ে রাখেন সালমান খান।

ডুয়েট নাচের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কীর্তি ও বাংলাদেশের প্রতি তাঁর অবদান নিয়ে কথা বলেন সালমান-ক্যাটরিনা। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলকে ধন্যবাদ জানান সালমান-ক্যাটরিনা।
প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দেয়ার আগে মঞ্চে ওঠেন সঙ্গীত শিল্পী জেমস। প্রায় বিশ মিনিটের মতো সঙ্গীত পরিবেশনা করেন বাংলাদেশের কিংবদন্তি এই ব্যান্ড তারকা।
সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে ওঠেন ভারতের সঙ্গীত শিল্পী সনু নিগম। সনু নিগমের পর সুরের ইন্দ্রজালে দর্শকদের মাতিয়ে রাখেন আরেক ভারতীয় সঙ্গীত শিল্পী কৈলাশ খের।
প্রায় ৩০ মিনিটের মতো সঙ্গীত পরিবেশনা করেন কৈলাশ। এ ছাড়া বিপিএলের উদ্বোধনীর শুরুতে সঙ্গীত পরিবেশনা করেন দেশি কয়েকজন শিল্পী। তাদের গানে মুখরিত হয়ে ওঠে পুরো মিরপুর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার মাঠের লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। ১১ই ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের মাঠের লড়াই।