পাকিস্তানে দিবা-রাত্রি টেস্ট ইস্যুতে কী ভাবছে বিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সফরের সূচি এখনও নিশ্চিত না হলেও করাচিতে বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারসেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সপ্তাহখানেক আগে জানিয়েছিলেন, নিরাপত্তা পর্যবেক্ষক দলের রিপোর্টের ওপর নির্ভর করবে পাকিস্তান সফর।
তিনি জানিয়েছিলেন, সরফটি নির্ভর করবে সরকারের সবুজ সংকেতের ওপর। পাশাপাশি ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
গেল মঙ্গলবার মিরপুরে আকরাম খান বলেন, ‘আমরা চিন্তা করব যে কীভাবে যাব। আমরা আসলে সরকারের উপদেশের জন্য অপেক্ষা করছি। আমরা যদি সরকার থেকে ক্লিয়ারেন্স পাই, তাহলে আলাপ আলোচনা করব। এখনই তো আমরা ওই পর্যায়ে যেতে পারছি না।’

এদিকে প্রস্তাব পাওয়ার দিন এই বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন, ‘আমি শুনেছি এমন প্রস্তাব এসেছে। তবে আমি এখনও নিশ্চিত না। কারণ এসব বিষয় আমাদের প্রধান নির্বাহী দেখভাল করেন। তার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।’
যদিও যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও জানালেন, এ বিষয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘এটা আপনাদের কাছে শুনছি। এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। আমরা জানি না।’
সম্প্রতি পাকিস্তানের মাটিতে দুই ভাগে সিরিজ খেলতে গেছে শ্রীলংকা। নিরাপত্তা ইস্যুতে প্রথমে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার পর ডিসেম্বরে সেখানে টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। শ্রীলঙ্কার মতো বাংলাদেশও হাঁটতে পারে এই পথে।
এই বিষয়ে আকরাম খান আরও বলেছিলেন, ‘ভাগ হয়ে যাওয়ার ব্যাপারে আমরা আলাপ আলোচনা করতে পারি। আমাদের কাছে শ্রীলঙ্কার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার থেকে এনওসি পাওয়া।’
সরকার থেকে সবুজ সংকেত না পেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে কথা বলা হবে বলেও জানিয়েছিলেন আকরাম খান। তার ভাষ্যমতে, ‘কোনো কারণে এনওসি যদি না পাই, তাহলে আমাদেরকে তো কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে আলাপ করতেই হবে। আর যদি পেয়ে যাই তাহলে ব্যাপারটি দুই ধরনের হচ্ছে।’