বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জমকালো আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আজ (রবিবার) পর্দা উঠলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর টানা ৫ মিনিট ধরে চলে আতশবাজি।
২০১৫ সালের পর প্রথমবারের মতো এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক বিসিবির পক্ষ থেকে চেষ্টার কমতি নেই। তবে দেশি-বিদেশি তারকায় ভরপুর অনুষ্ঠান সামনে থেকে দেখতে সাধারণ দর্শকদের জন্য অবশ্য খুব বেশি আসনের ব্যবস্থা করতে পারেনি বিসিবি।

শুরুতে সাধারণ দর্শকদের জন্য পাঁচ হাজার টিকেট বরাদ্দ দেয়া হলেও পরে বিশেষ ব্যবস্থায় বাড়ানো হয় আরও তিন হাজার টিকেটট। টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা, সর্বোচ্চ মূল্য ১০ হাজার টাকা।
অনেক আয়োজনের এই অনুষ্ঠানে একটু পরই মঞ্চ মাতাবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সঙ্গীত পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগাম ও কৈলাশ খের। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও মমতাজও সঙ্গীত পরিবেশনা করবেন।
জমকালো এই অনুষ্ঠান উপলক্ষে স্টেডিয়ামে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিকাল ৫টায় মিরপুর স্টেডিয়ামের দর্শক প্রবেশের গেইট বন্ধ করে দেয়া হয়। দর্শকদের কড়া পুলিশি পাহারায় ধুকতে হয় স্টেডিয়ামে।
আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের বিশেষ এই আসর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের।