promotional_ad

সাফল্যের রহস্য জানালেন ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত হন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 


বোর্ডের এই সিদ্ধান্তকে অবশ্য মাথা পেতেই নেন ওয়ার্নার। আর সেই কারণে শাস্তির বিরুদ্ধে কোনো আপিলও করেননি তিনি। সেসময় দলের সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা ওয়ার্নার সম্প্রতি তাঁর শাস্তির ব্যাপারে কথা বলেছেন।



promotional_ad

পুরনো ঘটনা ভুলে সামনে এগোনোকেই সাফল্যের কারণ হিসেবে মনে করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ার্নার বলেন, 'দিন শেষে, আপনাকে সিদ্ধান্তটিকে সম্মান জানাতে হবেই এবং এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমি পেছনে তাকাইনি। আমি শুধু সামনের দিকে তাকিয়েছি।'


পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ওয়ার্নার। ব্রিসবেন টেস্টে ১৫৪ রানের ইনিংস খেলার পর অ্যাডিলেডে ট্রিপল সেঞ্চুরি তুলে নেন তিনি। একই সঙ্গে ছাড়িয়ে যান স্যার ডন ব্র্যাডম্যান এবং মার্ক টেলরকে। 


এসকল সাফল্যের সবই এসেছে মূলত অধ্যবসায়ের কারণে। ওয়ার্নারের ভাষ্যমতে, 'আমার কাজ শুধু মাঠে নামা এবং রান করা। আমি ইংল্যান্ডে ভালো করিনি, তবে আমি রানে ফেরার জন্য চেষ্টা করছিলাম এবং দলের জন্য সেরাটা দেয়ার চেষ্টায় ছিলাম।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball