promotional_ad

নতুন অধ্যায় শুরু হচ্ছে স্মিথের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন সিএসএর সভাপতি ক্রিস নেনজানি। 


গত মাসে এই পদের জন্য সাক্ষাতকার দিলেও পরে সরে দাঁড়ান স্মিথ। তবে এবার আবারো এই দায়িত্বে আগ্রহ দেখিয়েছেন তিনি।  শনিবার এক সংবাদ সম্মেলনে নেনজানি জানান আগামী সপ্তাহের বুধবারের মধ্যে স্মিথের সঙ্গে চুক্তি হয়ে যাবে বোর্ডের।



promotional_ad

৩৮ বছর বয়সী এই সাবেক অধিনায়কের কাঁধে ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব তুলে দেয়ার জন্য বেশ আগ্রহী নেনজানি। এই ব্যাপারে তিনি বলেন, 'আমি বেশ খুশি যে আমরা গ্রায়েম স্মিথকে রাজি করাতে পেরেছি এবং আমি নিশ্চিত করছি যে আগামী সপ্তাহের বুধবারের মধ্যে চুক্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবো।' 


এদিকে গত শুক্রবার সিএসএর প্রধান নির্বাহী থাবাং মোরেকে অসদাচরণের দায়ে অব্যাহতি দেয়া হয়েছে। তার পরিবর্তে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর জ্যাক ফল। যদিও তাঁর নিয়োগ এখনও চূড়ান্ত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।   


মূলত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রত্যাহার করার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন মোরে। সাংবাদিকদের প্রতি এই অসদাচরণের জেরে দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেয়া হয়। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball