এক সিরিজে দুটি গোলাপি বলের টেস্ট অনেক বেশিঃ গাঙ্গুলি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুটি দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এখনও এতে সম্মতি দেননি। তাঁর মতে, চার ম্যাচের সিরিজে দুটি গোলাপি বলের টেস্ট খেলার ব্যাপারটা বেশি হয়ে যায়।
গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেয়ার পরপরই দিবা-রাত্রির টেস্টে অভিষেক হয় ভারতের। ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলে ভারত। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতেই এই পদক্ষেপ নেন গাঙ্গুলি।

২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে দুটি দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাবে তেমন আগ্রহী নন তিনি। গাঙ্গুলি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা দুটি দিবা-রাত্রির ম্যাচ খেলব কিনা এখনও সেটা নিশ্চিত নয়। চার ম্যাচের সিরিজে দুটি গোলাপি বলের টেস্ট একটু বেশিই হয়ে যায়। আমরা এটি নিয়ে আলোচনা করব। আমি সকালে পত্রিকায় পড়েছি। আমি এখনও ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে কিছু শুনিনি। যখন কথা হবে, আমরা এ নিয়ে আলোচনা করব।’
২০২০ সালের জানুয়ারিতে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফর করবে অস্ট্রেলিয়া। সে সময় ভারতের সঙ্গে পরবর্তী সিরিজে দিবা-রাত্রির টেস্ট নিয়ে আলোচনা করবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস। সম্প্রতি তিনি বলেছেন, ‘জানুয়ারিতে যখন ওয়ানডে সিরিজ খেলতে সেখানে যাব, তখন আলোচনা করব। বিশ্বাস এবং সম্পর্ক তৈরি করতে হলে আপনাকে সেভাবে কথা বলতে হবে।’
‘তারা তাদের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে এবং সহজেই জিতেছে। এটা তাদেরকে সঠিক ধারণা দিয়েছে। আমার কোনো সন্দেহ নেই তারা একটি কিংবা আরও বেশি দিবা-রাত্রির টেস্ট ম্যাচের জন্য রাজি হবে। আমরা তাদের সঙ্গে জানুয়ারিতে কথা বলব।’
২০২০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। এই সফরে চার ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বিরাট কোহলির দল।