বিপিএলে ফেবারিট বলতে কেউ নেইঃ আকরাম খান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে (বিবিপিএল) কোনো দলকে ফেভারিটের কাতারে ফেলছেন না আকরাম খান। রংপুর রেঞ্জার্সের টিম ডিরেক্টরের মতে, শক্তিমত্তার দিক থেকে প্রতিটি দলই সমান জায়গায় অবস্থান করছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ বিপিএল আয়োজন করেছে বিসিবি। যেখানে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে কোনো দলই তারকা ক্রিকেটারে সমৃদ্ধ নয়। এই বিষয়টিকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রত্যেকটি দলই প্রায় সমান। আপনি গত তিন-চার আসরে দেখেন যে অনেক বড় বড় খেলোয়াড় এসেছে, দুই একটি দল অনেক শক্তিশালী ছিল। কিন্তু এবার সেই ব্যাপারটি নেই। আমার মনে হয় এবার আকর্ষণটি একটু বেশি। কারণ সবাই একই রকম থাকছে। তার মানে আগের থেকে কেউ ফেভারিট না।’
আকরামের মতে, বড় তারকা না থাকায় প্রতিটি দলই ভালো খেলার জন্য মুখিয়ে থাকবে। পাশাপাশি প্রতিযোগিতাও থাকবে যথেষ্ট। রংপুরের টিম ডিরেক্টরের ভাষায়, ‘প্রতিটি দলকে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে হবে। এই জিনিসটা আমার মনে হয় খুবই রোমাঞ্চকর ব্যাপার হবে। তার সঙ্গে আশা করছি এই টুর্নামেন্ট থেকে গত তিন চার বছরের চেয়ে আরও বেশি খেলোয়াড় বের হয়ে আসবে।’
আগামী ১১ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের। বিসিবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দলগুলো হলো ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।