promotional_ad

আর একটি ছক্কার অপেক্ষায় রোহিত শর্মা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে স্বাগতিক ভারত। এই ম্যাচে মাঠে নামার আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। 


ম্যাচটিতে আর মাত্র একটি ছক্কা মারতে পারলেই বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কার রেকর্ড গড়বেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৮ রানে আউট হওয়ায় এই মাইলফলক স্পর্শ করতে ব্যর্থ হন রোহিত। 


promotional_ad

এবার আবারো এই সুযোগ এসেছে ডানহাতি এই ব্যাটসম্যানের সামনে। এখন পর্যন্ত ৩৫২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৯৯টি ছক্কা মেরেছেন রোহিত। তাঁর ওপরে রয়েছেন শুধু পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। 


অবসরের আগে ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচে ৪৭৬টি ছক্কা মেরেছেন আফ্রিদি। ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ৪৬২ ম্যাচে মেরেছেন ৫৩৪ ছক্কা। তালিকার সবার ওপরে রয়েছেন তিনি।


আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে আছেন নিউজিল্যান্ডের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম। ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪৩২ ম্যাচে ৩৯৮টি ছক্কা মেরেছেন এই কিংবদন্তি।  


ম্যাককালামের পর পাঁচ নম্বরে অবস্থান ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির। তিন ফরম্যাট মিলিয়ে ৫৩৮ ম্যাচে ৩৫৯টি ছক্কা মেরেছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball