promotional_ad

তারকা ক্রিকেটারের অভাবকে চ্যালেঞ্জ মানছেন মিঠুন

ছবি - ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বিপিএলের (বিবিপিএল) শিরোপা জেতার জন্য স্থানীয় ক্রিকেটারদের প্রতি আস্থা রাখছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। বিবিপিএলে তেমন কোনো তারকা ক্রিকেটার দলে ভেড়ায়নি মিঠুনের দল সিলেট থান্ডার।


দলটির হয়ে বিদেশিদের মধ্যে আছেন শিরফানে রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস এবং জীবন মেন্ডিস। অপরদিকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে মিঠুন ছাড়াও থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজিরা। সাদামাটা দল নিয়েও অবশ্য টুর্নামেন্টে লড়াই করার আশা করছেন মিঠুন। স্থানীয়দের জন্য বিষয়টিকে বড় সুযোগ হিসেবেও দেখছেন তিনি।  



promotional_ad

এই প্রসঙ্গে মিঠুন বলেন, 'এটা অবশ্যই স্থানীয় ক্রিকেটারদের জন্য ভালো একটি সুযোগ। অন্যান্য বার দেখেন প্রতি দলে কিন্তু বড় বড় তারকা থাকে। যাদের ভিড়ে স্থানীয়রা হারিয়ে যায়। এবার যেহেতু স্থানীয় প্লেয়ারদের দায়িত্ব বেশি এবং এটা কাজে লাগানোরও, তাই এটা আমাদের জন্য বড় সুযোগ।'


তারকা ক্রিকেটারের ঘাটতির ব্যাপারটিকে একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। এর কারণে দলের ওপর বাড়তি একটি চাপ থাকবে বলে বিশ্বাস তাঁর। ব্যাপারটিকে অবশ্য স্থানীয়দের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।  


মিঠুন বলেন, 'দলে তারকা ক্রিকেটার না থাকাটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ। খাতা কলমে যারা চ্যাম্পিয়ন দল ওদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জটা একটু কম। ওদের বড় বড় তারকা থাকে। ওই দলের চাপটাও কিন্তু বেশি থাকে। আমরা যেহেতু বড় কোনো তারকা নিয়ে খেলছি না, সবাই এখানে সমান। সবাই চাইবে নিজেদের সেরাটা দিতে। আমার মনে মোমেন্টাম যদি প্রথম দিকে ধরতে পারি তাহলে এই দল নিয়েও ভালো কিছু করা সম্ভব।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball