promotional_ad

ভারতের বিপক্ষে একাধিক দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট  ||


২০২১ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুটি দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দ্রুত এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে বসবে সিএ'র প্রতিনিধি দল।


চার্ল এডিংসের নেতৃত্বে সিএ'র প্রতিনিধি দল বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসবে। সিরিজের চারটি টেস্টের মধ্যে এমসিজি এবং এসসিজি টেস্ট গোলাপি বলে খেলতে আগ্রহী অস্ট্রেলিয়া। এটাই হতে পারে প্রথমবারের কোনো এক সিরিজে একাধিক দিবা-রাত্রির টেস্ট। 



promotional_ad

২০২০ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ চলাকালীন দিবা-রাত্রির টেস্টের বিষয়ে বৈঠক করার কথা ভাবছে সিএ।


চার্ল এডিংস বলেছেন, `আমরা এখনও এই বিষয়ে বিস্তারিত আলাপ করিনি। জানুয়ারিতে ওয়ানডে সিরিজ চলাকালীন আমরা বৈঠক করার কথা ভাবছি। আশা করছি সব ঠিকঠাকভাবে যাবে।'


বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্ট শেষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়া সিরিজে দিবা-রাত্রির টেস্ট খেলার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। এরই প্রেক্ষিতে রবিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, `আমরা কোনো সফরে গেলে সেই দেশের সকল অনুরোধ রাখার চেষ্টা করব।'



২০২০ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত যাবে অস্ট্রেলিয়া। ১৪ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ হবে ১৭ জানুয়ারি রাজকোট এবং ১৯ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।


ওয়ানডে সিরিজের পর একই বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৪টি টেস্ট এবং ৩টি ওয়ানডে খেলবে দুই দল। এই সিরিজেই দুটি টেস্ট দিবা-রাত্রির আয়োজন করার কথা ভাবছে সিএ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball