promotional_ad

বিদেশি কোচ বাধ্যতামূলক নয়ঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে বিদেশি কোচ বাধ্যতামুলক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিদেশি কিংবা দেশি কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি পুরোটাই দলের স্পন্সরের।  


কোচ নিয়োগের ব্যাপারে দলগুলোর কোনো বাধ্যবাধকতা নেই বলে নিশ্চিত করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘বিদেশি কোচ বাধ্যতামূলক নয়। এটা দলের স্পন্সরদের ইচ্ছা। তাঁরা দেশি কোচ নিতে চাইলে নিতে পারবে, বিদেশি চাইলেও নিতে পারবে। বিদেশি কোচরা এভেইলএবল। কেউ যদি বিদেশি না নিয়ে দেশি কোচ নিতে চায়, এটাও পারবে।’ 



promotional_ad

আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের। এরই মধ্যে প্রায় সবগুলো দল তাদের কোচের নাম নিশ্চিত করেছে। যেখানে ঢাকা প্লাটুন ছাড়া বাকি ছয়টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিদেশিরা। 


ঢাকার প্রধান কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ওয়ারিয়র্সের কোচের ভূমিকায় দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসনকে। রাজশাহী রয়্যালসের কোচের দায়িত্ব আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ওয়াইস শাহ।


এ ছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার এবং রংপুর রেঞ্জার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ইংল্যান্ডের পল নিক্সন, সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জেমস ফস্টার, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও নিউজিল্যান্ডের মার্ক ও’ডনিল।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball